Land Aadhaar Link:আপনার যদি জমি থেকে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ । এতদিন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক, ভোটার কার্ডের সঙ্গে আধার লিংক, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ,রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, এলপিজি গ্যাস কানেকশন এর সঙ্গে আধার লিঙ্ক করে এসেছেন।
এবার আপনাদেরকে আপনার জমির সাথে আধার লিঙ্ক করতে হবে, কিভাবে জমির সঙ্গে আধার লিঙ্ক করবেন তার অনলাইন প্রসেস আজকের এই প্রতিবেদনে দেখিয়ে দেবো
Land Aadhaar Link কাদেরকে লিংক করতে হবে:-
মূলত যাদের জমি রয়েছে তাদের সকলকেই লিংক করতে হবে, যখন আপনারা কোন জমির দলিল থেকে রেকর্ড করেন সেই সময় আধার লিঙ্ক করতে হয়।
অনেকের আগে থেকে আধার লিঙ্ক করা রয়েছে তাদের লিংক না করলেও চলবে কিন্তু যাদের এখনো জমিতে আধার লিঙ্ক করা নেই তাদেরকে অবশ্যই আধার লিঙ্ক করতে হবে
জমির সঙ্গে আধার লিঙ্ক না করলে কি হবে?
জমির সঙ্গে আধার লিঙ্ক না করলে পরবর্তী সময়ে জমি কেনা বেচা করতে, জমির শ্রেণী পরিবর্তনে, জমির মালিকানা পরিবর্তনে সমস্যা হতে পারে।
এছাড়াও বিভিন্ন প্রকল্পে জমির সঙ্গে আধার লিঙ্ক না করা থাকলে প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। সেই জন্য অতি অবশ্যই আপনাদের জমির সঙ্গে আধার লিঙ্ক করে রাখাটা গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য । উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে জমির সঙ্গে আধার লিঙ্ক না করা থাকলে ল্যান্ড সিডিং (Land Seeding ) হয় না সেক্ষেত্রে কৃষকটি টাকা পায় না
জমির সঙ্গে আধার লিঙ্ক (Land Aadhaar Link) কিভাবে করতে হবে?
জমির সঙ্গে আধার লিঙ্ক দুই ভাবে করা যায় একটি হলো অফলাইন আরেকটি হলো অনলাইন ।
অফলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক (Land Aadhaar Link) করতে গেলে আপনাদেরকে ভূমি দপ্তরে যেতে হবে।
আর অনলাইনে আধার লিঙ্ক করতে গেলে নিজেরাই বাড়িতে বসে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন
আরো পড়ুন :- Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?
অনলাইনে কিভাবে জমির সঙ্গে আধার লিঙ্ক করবেন?
১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন Banglarbhumi.gov.in তাহলে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে
ওয়েবসাইটে যদি আপনার আইডি পাসওয়ার্ড না বানানো থাকে তাহলে Sign up অপশনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন
২) আইডি পাসওয়ার্ড বানানোর পর ওয়েবসাইটের উপরে Sign in বলে অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করবেন
৩) তাহলে আপনার সামনে মূল ড্যাশবোর্ড ওয়েবসাইটের খুলে যাবে ওয়েবসাইটের ভেতরে (Citizen Services) বলে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন
৪)তাহলে অনেকগুলি অপশন আসবে প্রথম অপশনে Online Application বলে একটি অপশন রয়েছে সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন।
৫) তারপর Mutation Application অপশনে ক্লিক করবেন , তাহলে আপনার সামনে মিউটেশন অ্যাপ্লিকেশনের ফর্ম খুলে যাবে
৬) সেই ফর্মেই বায়ার ডিটেলস (Buyer Details) বলে একটি অপশন রয়েছে সেখানে আধার নাম্বারের একটি ঘর রয়েছে সেই ঘরটিতে আপনাদেরকে আধার নাম্বার বসিয়ে মিউটেশনের ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।
তাহলে আপনার জমির সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে জমির মিউটেশন হবার পর
অনলাইনে কারা জমির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবে?
যারা বর্তমানে নতুন জমির দলিল থেকে রেকর্ড আবেদন করবেন অর্থাৎ মিউটেশনের জন্য আবেদন করবেন তারাই কেবলমাত্র অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক (Land Aadhaar Link) করতে পারবেন।
যাদের আগে থেকেই জমির রেকর্ড করা রয়েছে তাদের আধার লিঙ্ক এখন পর্যন্ত অনলাইনে চালু হয়নি তাদের ক্ষেত্রে আধার লিংক করার জন্য ভূমি দপ্তরে গিয়ে আধার লিঙ্ক অফলাইনে করতে হবে
অফিসিয়াল ওয়েবসাইট:- https://banglarbhumi.gov.in/BanglarBhumi/Home.action
আধার লিংক করার লিঙ্ক:- https://banglarbhumi.gov.in/BanglarBhumi/Home.action
আরো পড়ুন :- Pmkisan New Update: কৃষকরা ১২০০০ টাকা পাবে, ভোটের আগেই বড়ো ঘোষণা হতে চলেছে