Sunday, December 15, 2024
Homeটেক নিউজNew Aadhaar Card 2024 Download: নতুন আধার কার্ড চালু হলো, পুরোনো কার্ড...

New Aadhaar Card 2024 Download: নতুন আধার কার্ড চালু হলো, পুরোনো কার্ড বাতিল?

Aadhar Card: আধার কার্ডের নতুন আপডেট বাড়িতে থাকা পুরনো আধার কার্ড এবার অচল । নতুন টাইপের নতুন মডেলের আধার কার্ড নিয়ে আসলো UIDAI অর্থাৎ আধার কর্তৃপক্ষ ।

সম্প্রীতি আঁধার কর্তৃপক্ষ লক্ষ্য করেছে আধারের জন্ম তারিখকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া, আর্থিক সুযোগ-সুবিধা পাওয়া, চাকরির সুযোগ সুবিধা পাওয়া, খেলাধুলাতে সুযোগ সুবিধা পাওয়া ইত্যাদি বিষয়ে দুর্নীতি করেছে অনেক মানুষ। সেই কারণে আধার কর্তৃপক্ষ দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে আধার কার্ড নিয়ে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সিদ্ধান্তগুলি কি কি?

১) আধার কার্ডে আর থাকবে না বাবার নাম অথবা স্বামীর নাম সুতরাং শুধুমাত্র আধার কার্ডে আপনার নাম, জন্মতারিখ ,লিঙ্গ, ঠিকানা, আধার নাম্বার কিউআর কোড থাকবে

২) আধার কার্ডের প্রথম পেজের প্রথম পৃষ্ঠাতে উল্লেখ থাকবে আধার কার্ড আর নাগরিকত্ব প্রমাণে ব্যবহার করা যাবে না। আধার কার্ড কেবলমাত্র সচিত্র পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে কোনরকম জন্ম নিবন্ধীকরণের প্রমাণে আধার কার্ড ব্যবহার করা যাবে না ।

New Aadhaar Card 2024

এই সিদ্ধান্তগুলো নেওয়ার কারণ কি?

অনেকেই ভারতের নাগরিকত্ব প্রমাণে অসাধু উপায়ে জাল আধার কার্ড বানিয়ে নিচ্ছিল সেটি বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, এছাড়াও অনেকে আধারে উল্লিখিত জন্ম তারিখটিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্প বিভিন্ন চাকুরী খেলাধুলা বা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নিচ্ছিল অসাধু উপায়ে, এগুলি বন্ধ করার জন্যই আঁধার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে সাধারণ মানুষকে কি করতে হবে?

বর্তমানে সাধারণ মানুষদেরকে নতুন আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে বা PVC আধার কার্ড অনলাইন থেকে অ্যাপ্লাই করতে হবে বা অনলাইন থেকে লেটার আধার কার্ড অর্ডার করতে হবে।

আরও পড়ুন:- Lpg Gas Kyc Last Date? গ্যাসের Kyc কাদের করতে হবে? কাদের হবেনা জানুন?

অনলাইন থেকে কিভাবে নতুন আধার কার্ড ডাউনলোড করবো?

১) সবার প্রথম আপনাকে ফোনের যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে myaadhar.uidai.gov.in

২) ওয়েবসাইটের ভেতরেই লগইন অপশন পাবেন লগ ইন অপশনে ক্লিক করে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে সেন্ট ওটিপি বোটামে ক্লিক করতে হবে।

৩) তাহলে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে লগইন করতে হবে।

৪) লগইন করলে আধারের মূল ড্যাশবোর্ড খুলে যাবে সেখানে ডাউনলোড আধার বলে একটি অপশন পাবেন

Download Aadhaar

৫) সেই অপশনে ক্লিক করে আপনার সমস্ত তথ্য একবার যাচাই করতে বলবে

৬) যাচাই করার পর, আধার ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে

Aadhaar Download Optation

৭) তাহলেই নতুন মডেলের আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।

৮) তবে সেই আধার কার্ডে পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ড হবে আপনারা নামের প্রথম ৪টি অংশ এবং আপনার জন্ম সাল ( উদাহরণ- আপনার নাম যদি Rahul হয়, জন্ম সাল ১৯৯৫ হয় । তাহলে আপনার আধার কার্ডের পাসওয়ার্ড হবে RAHU1995 )

Aadhaar Card Password

৯) এবার অনলাইনে ডাউনলোড করা আধার কার্ডটি কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে যে কোন জায়গায় আধার কার্ডটি ব্যবহার করতে পারবেন

এবার কি তাহলে পুরনো আধার কার্ড বাতিল হয়ে গেলো?

আধার কর্তৃপক্ষ এখনও সেই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি সুতরাং আপনাদের বাড়িতে থাকা পুরানো আধার কার্ড দিয়েও আপনি সমস্ত কাজ করতে পারবেন। তবে আপনারা চাইলে অনলাইন থেকে ফ্রি অফ কস্ট নতুন মডেলের আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন

আরও পড়ুন:- Aadhar Card: আধার কার্ডের জন্ম তারিখ বাতিল হলো, পাল্টে গেলো আধার কার্ডের নিয়ম

Most Popular