Sunday, December 15, 2024
Homeকৃষক সংক্রান্তপুজার বোনাস ২০০০ টাকা মোদীজি সবাইকে দিচ্ছে, আবেদন করুন | Pm kisan

পুজার বোনাস ২০০০ টাকা মোদীজি সবাইকে দিচ্ছে, আবেদন করুন | Pm kisan

Pm kisan 18 Installment: ৫ ই অক্টোবর শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বইতে বহু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার জন্য মহারাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দেবেন।

তবে শুধু তার মুম্বাই সফল নিয়েই এই আর্টিকেলটি লেখা নয়। এই আর্টিকেলটির মাধ্যমে বিভিন্ন কৃষকদের জন্য একটি বড় ধরনের সুখবর রয়েছে। কি সেই সুখবর? সেটি জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাই এ পৌঁছানোর পর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তির টাকা পাঠাবেন কৃষকদের কাছে। ১৮তম কিস্তির জন্য ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে (PM Kisan Samman Nidhi Yojana) পাঠাবেন স্বয়ং প্রধানমন্ত্রী।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কৃষি ও পশুপালন সেক্টরে ২৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প, বানজারা বিরাসত মিউজিয়ামও উদ্বোধন করার কথা রয়েছে, এর পাশাপাশি থানেতে ৩৮,২০০ কোটি টাকার প্রকল্প,  মুম্বই মেট্রোর  অ্যারে থেকে বিকেসি পর্যন্ত তৃতীয় লাইন উদ্বোধনও করতে পারেন প্রধানমন্ত্রী।

৯.৪ কোটি কৃষককে ২০ হাজার কোটি টাকা পাঠাবেন মোদি (Pm kisan 18 Installment)

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৮তম কিস্তির টাকা জমা পড়বে। এখনো  পর্যন্ত গোটা দেশের ৯.৪ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন।

তাহলে এইবার মোট ২০ হাজার কোটি  টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে কেন্দ্র সরকার। ১৮ তম কিস্তির টাকা কৃষকরা পেলে তাহলে এতদিন পর্যন্ত মোট ৩.৪৫ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার কৃষকদেরকে পাঠিয়েছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী মুম্বাই গিয়ে কৃষকদের জন্য আরও কিছু সুবিধার কথা ঘোষণা করতে পারেন। শ্বেতকরী মহাসম্মান নিধি যোজনার অধীনে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ করতে পারে কেন্দ্র সরকার।

এছাড়াও মুম্বাইয়ের কৃষি পরিকাঠামোর জন্য ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: পুজোতে টাকার চিন্তা নয়! আবেদন করুন এই প্রকল্পে! Pm Mudra Loan

কখন পিএম কিষানের টাকা ঢুকবে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৫ অক্টোবর ২০২৪ তারিখে পিএম কিষানের ১৮ তম কিস্তির টাকা বোতাম টিপে মহারাষ্ট্রের অনুষ্ঠান থেকে রিলিজ করেছেন ।

ইতিমধ্যেই কৃষকদের ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়েছে দুপুর দুটোর পর থেকে । অনেকেই সেই টাকা পেয়ে গিয়েছেন ।

যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করুন যদি আপনাদের স্ট্যাটাসে সবকিছু সঠিক এসে থাকে আপনারা কিছু সময়ের মধ্যেই ব্যাংক একাউন্টে এই টাকা পেয়ে যাবেন।

নতুন করে পিএম কিষান আবেদন কিভাবে করবেন (Pm kisan New Registation) ?

পিএম কিষাণের আবেদন বছরের প্রত্যেকদিনই করা যায় । অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে Pm kisan অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে ফর্ম জমা করতে হবে |

অথবা আপনাদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে নাম নথিভুক্ত করতে হবে । যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে বছরে ৬০০০ টাকা ৩ কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন

Online Apply Link: Click Here

সুবিধাভোগীর স্ট্যাটাস পরীক্ষা করবেন কীভাবে (Pm kisan Status Check) ?

১) প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাংক একাউন্টে এসেছে কিনা সেটি দেখার জন্য প্রথমে আপনাকে যেতে হবে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে – pmkisan.gov.in যেতে হবে।

২) প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা ওয়েবসাইটে গিয়ে পৃষ্ঠার ডানদিকে ‘Know Your Status’ ট্যাবে ক্লিক করুন।

৩) এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর এন্টার করুন।

৪) ক্যাপচা কোড পূরণ করুন।

৫)  ‘Get Data’ বিকল্পটি সিলেক্ট করুন।

৬) এরপর কম্পিউটারের স্কিনে আপনার স্ট্যাটাস টি দেখতে পারবেন।

আজ সকাল ১১:১৫ এর দিকে প্রধানমন্ত্রী মুম্বাইয়ের মাটি ছোঁবেন। এরপর জগদম্বা মাতা মন্দির দর্শন হয়ে গেলে সন্ত সেবালাল মহারাজ ও সন্ত রামলাল মহারাজকে পুষ্প অর্পণ করে মুম্বাইয়ের একটি সৌরশক্তি উৎপাদন প্রকল্প উদ্বোধন করবেন। ভবিষ্যতে এই সৌরশক্তি থেকে ১৯ মেগা ওয়াটের বিদ্যুৎ উৎপাদিত হবে।

আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Most Popular