Friday, November 22, 2024
Homeকৃষক সংক্রান্তPm kisan Status Check 2024 : কৃষকদের টাকা দেবার তারিখ ঘোষণা হয়ে...

Pm kisan Status Check 2024 : কৃষকদের টাকা দেবার তারিখ ঘোষণা হয়ে গেলো

Pm kisan প্রকল্পে কৃষকদের জন্য খুবই খুশির খবর ২০২৪ সালে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশেষে টাকা পেতে চলেছে। টাকা দেওয়ার আপডেট ইতি মধ্যেই কৃষকদের স্ট্যাটাসে এসে গিয়েছে। বর্তমানে কিভাবে আপনারা Pm kisan প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন?

আপনাদের স্ট্যাটাসে কি আপডেট এসেছে এবং Pm kisan প্রকল্পের টাকা আপনারা কত তারিখে পাবেন কৃষি দপ্তর অফিসিয়াল ভাবে কি ঘোষণা করেছে? আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Pm kisan প্রকল্পের স্ট্যাটাস চেক:-

Pm kisan প্রকল্পে দুইভাবে স্ট্যাটাস চেক করা যায়

ক) Pfms Dbt স্ট্যাটাস

খ) Pm kisan Beneficiary Status

Pm kisan Pfms Dbt Status চেক করার পদ্ধতি :-

১) সবার প্রথম এই লিংকে ক্লিক করুন – Click Here

২) তারপর ক্যাটাগরিতে পিএম কিষান সিলেক্ট করুন ,Dbt স্ট্যাটাসে পেমেন্ট অপশনটা চয়েস করুন

৩) এন্টার অ্যাপ্লিকেশন আইডির ঘরে Pm kisan রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিচে দেওয়া ক্যাপচা কোডটি ভেরিফিকেশন ঘরে বসিয়ে সার্চ করুন

৪) সার্চ করলেই আপনাদের বর্তমানে পেমেন্ট ডিটেলস দেখিয়ে দেবে ,

বর্তমানে আমরা দেখতে পাবো ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে Validated লেখাটা চলে এসেছে এবং ফান্ড স্ট্যাটাসের ঘরে Approved by agency লেখাটা চলে এসেছে  । এই দুটো লেখা থাকলেই আপনারা এবার Pmkisan প্রকল্পের টাকা পাবেন

আরো পড়ুন:Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Pm kisan Beneficiary Status  চেক করার পদ্ধতি:-

১) সবার প্রথম আপনাকে গুগলে সার্চ করতে হবে pmkisan.gov.in  । তাহলে আপনার সামনে পিএম কিষানের ওয়েবসাইট খুলে যাবে

২) ওয়েবসাইট এর ভেতরে Know Your Status বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন

৩) তারপর কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন । তাহলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে , ওটিপি বসিয়ে সার্চ করলেই আপনাদের সম্পূর্ণ স্ট্যাটাস দেখিয়ে দেবে

বর্তমানে আপনারা স্ট্যাটাস যখন চেক করবেন দেখতে পাবেন এবারের যে কিস্তির টাকাটা আপনারা পাবেন সেখানে Fto Processed ঘরে Yes লেখাটা চলে এসেছে। যেহেতু এবার কৃষকদের টাকা দিবে তাই আপনাদের স্ট্যাটাসে ফান্ড ট্রান্সফার অর্ডার ইয়েস হয়ে গেছে

কবে Pmkisan টাকা দেবে?

অফিশিয়াল ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে Pmkisan প্রকল্পের এবারের ১৬ তম কিস্তি টাকা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে কৃষকদের কে দেবেন

স্ট্যাটাস চেক করার লিংক- CLICK HERE

Pfms Dbt Status চেক করার লিংক- CLICK HERE

Pmkisan Beneficiary Status চেক করার লিংক- CLICK HERE

আরো পড়ুন:Pmkisan New Update: কৃষকরা ১২০০০ টাকা পাবে, ভোটের আগেই বড়ো ঘোষণা হতে চলেছে

Most Popular