Monday, July 8, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পPm Surya Ghar Muft Bijli Yojana: বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী, অনলাইনে আবেদন...

Pm Surya Ghar Muft Bijli Yojana: বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী, অনলাইনে আবেদন করুন

Pm Surya Ghar Muft Bijli Yojana: ২০২৪ এ দোড় গোড়ায় কোড়া নাড়ছে লোকসভা ভোট। লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া চমক দেশবাসীর জন্য । Pm Surya Ghar Muft Bijli Yojana নতুন প্রকল্প সূচনা করলো কেন্দ্র সরকার ।

লোকসভা ভোটের মুখে গত ১৩ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অবশেষে সেই প্রকল্প ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বৃহস্পতিবার মন্ত্রিসভায় অনুমোদন পেল ।

দেশের এক কোটি বাড়িতে প্রতিমাসে ৩০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি প্রকল্পের নাম হলো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা (Pm Surya Ghar Muft Bijli Yojana)।

এই প্রকল্পের নিয়ম অনুযায়ী বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ভর্তুকি হিসাবে কিছু টাকা দেওয়া হবে। দেশের এক কোটি ইচ্ছুক পরিবারকে |

আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!

কেন্দ্র জানিয়েছে যে এই সূর্য ঘর প্রকল্পের সুবিধা নিতে চাওয়া পরিবারকে এক কিলো ওয়াট শক্তির সৌর প্যানেল বসানোর জন্য খরচ বাবদ ৩০ হাজার টাকা ভর্তুকি দেবে । একইভাবে দুই কিলোওয়াট এর জন্য ৬০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। তিন কিলোওয়াট বা তার বেশি শক্তির প্যানেল বসানোর জন্য সরকার ৭৮ হাজার টাকা ভর্তুকি দেবে

আপনি যদি প্রধানমন্ত্রী সূর্য ভার প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে https://pmsuryaghar.gov.in/ এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। তারপর আপনাকে সৌর প্যানেল বিক্রেতাদের মধ্যে থেকে আপনার ইচ্ছুক বিক্রেতাকে সিলেক্ট করতে হবে । এরই সাথে সাথে সরকার বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর জন্য যে খরচ হবে, সেই খরচের টাকাও কম সুদে ঋণ হিসেবে দেবে

আরও পড়ুন:- Job Card Payment West Bengal: জব কার্ডের টাকা দেওয়া শুরু, SMS  পাঠানো হচ্ছে সবাইকে

কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য মোট ৭৫০২১ কোটি টাকা খরচ করতে চলেছে। কেন্দ্র জানিয়েছে এইভাবে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পেতে সক্ষম হবে এক কোটি পরিবার। ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এই প্রকল্পটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ।

এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি বলেন পরিবেশ বান্ধব শক্তি এবং দেশের মানুষদের কল্যাণের জন্যই এই পিএম সূর্যঘর প্রকল্প , এই প্রকল্পের ফলে যেমন ৭২ কোটি টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন এড়ানো সম্ভব হবে তেমনি প্রায় ১৭ লক্ষ যুবক-যুবতী কর্মসংস্থান পাবে। এছাড়া  বিদ্যুৎ বিক্রি করেও পরিবারগুলি আয় করতে পারে

আবেদন করার লিঙ্ক- CLICK HERE

Official Website:- CLICK HERE

আরও পড়ুন:- Pm kisan Status Check 2024 : কৃষকদের টাকা দেবার তারিখ ঘোষণা হয়ে গেলো

আরও পড়ুন:- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular