Pmkisan Payment Not Received: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের নানান সমস্যার মুখে পড়তে হয় টাকা পাওয়ার জন্য । এবার সরকারের তরফ থেকে সেই সমস্যা সমাধানের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা খুব সহজেই আপনাদের সমস্যা গুলি সমাধান করাতে পারবেন। কি কি সমস্যা সমাধান করানোর যাবে, কিভাবে করতে হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো।
কি কি সমস্যার সমাধান করা যাবে:-
১) যদি আপনি Pm kisan প্রকল্পের টাকা না পান সেই সমস্যার সমাধান করা যাবে ।
২) আপনার ভুল একাউন্টে টাকা ঢুকছে আপনি ব্যাংক একাউন্ট পরিবর্তন করতে চান সেটি করা যাবে।
৩) নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা যাবে ।
৪) পরিবারের কোন সদস্য টাকা পাচ্ছে না, সমস্ত সদস্যরাই টাকা পেতে চাইছে সেই ব্যাপারে অভিযোগ জানানো যাবে।
৫) রাজ্য সরকারের তরফ থেকে আবেদন অ্যাপ্রুভ করছে না।
৬) রাজ্য সরকারের তরফ থেকে কোনরকম সাহায্য পাচ্ছেন না।
৭) ইনকাম ট্যাক্স পান সেই সকল সমস্যার সমাধান।
৮) কিছু টাকা পাওয়ার পর হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গেছে সেই সমস্যার সমাধান।
আরও পড়ুন:- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024
এই সমস্যার সমাধান করার আবেদন:-
উপরে উল্লিখিত পিএম কিষানের যে সমস্যাই পড়ছে কৃষকরা, সেই সমস্ত সমাধানের জন্য আপনাদেরকে
১) প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে আসতে হবে, দিয়ে সার্চ করতে হবে এডমিনিস্ট্রেটিভ রিফর্ম এন্ড পাবলিক গিভেন্স। ( আবেদন করার সরাসরি লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে)
২) এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন করার পর আইডি, পাসওয়ার্ড পাবেন।
৪) তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ওয়েবসাইটের ভেতরে ।
৫) লগইন করার পর গিভেন্স ড্যাশবোর্ড (Grievance Deshboard) খুলে যাবে সেখানে লঞ্চ পাবলিক গ্রিবান্স (Lodge Public Grievance) অপশনে ক্লিক করবেন ।
৬) তারপর এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন।
৭) তারপর মেন ক্যাটাগরিতে পিএম কিষান রিলেটেড ইসু সিলেক্ট করবেন।
৮) তারপর সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরিতে আপনার Pm kisan কি ধরনের সমস্যা সেটি লিস্ট থেকে সিলেক্ট করবেন।
আরও পড়ুন:- ICDS Job 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন
৯) তারপর আপনার সমস্যার বিস্তারিত বর্ণনা মেসেজে লিখবেন ।
১০) তারপর আপনার সমস্যা সম্পর্কিত কোন কাগজ থেকে থাকলে সেটি আপনি আপলোড করবেন তারপর নেক্সট বোটামে ক্লিক করবেন ।
১১) তারপর পরবর্তী পেজে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাবে সমস্ত কিছু মিলিয়ে নেবেন এবং নিচের দিকে ক্যাপচা কোড বসাতে বলবে ক্যাপচাকোড বসিয়ে সাবমিট করবেন ।
তাহলেই আপনাকে দেখিয়ে দেবে আপনার সমস্যার রেজিস্ট্রেশন সফলভাবে হয়ে গিয়েছে এবং একটি রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দেবে। এই নাম্বারটি আপনারা কপি করে রাখবেন এই নাম্বারটি পরবর্তী সময়ে আপনার স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।
কিভাবে স্ট্যাটাস চেক করবেন:-
আবেদন করার ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনার সমস্যা সম্পর্কিত যাবতীয় সমাধান করা হবে অথবা কিভাবে সেই সমস্যার সমাধান করবেন তার যথোপযুক্ত উত্তর আপনাকে জানানো হবে।
এই ওয়েবসাইটের ভেতরেই লগইন করে আপনাদের অভিযোগের সম্পূর্ণ তথ্য আপনি চেক করতে পারবেন।
আবেদনের লিংক:- CLICK HERE
ONLINE APPLY: – https://pgportal.gov.in/NewGrievance/Organisation
আরও পড়ুন:- Caa Online Application: CAA আইন কি? কারা নাগরিকত্ব পাবে? শর্ত কি ,কিভাবে আবেদন করবেন দেখুন
আরও পড়ুন:- Wb Panchayat Job 2024: পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হলো, ১৬ হাজার টাকা মাসিক বেতন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |