Sunday, October 6, 2024
Homeটেক নিউজপুজোর চমক রেশনে! কোন কার্ডে কত কিলো অতিরিক্ত সামগ্রী | Ration Card...

পুজোর চমক রেশনে! কোন কার্ডে কত কিলো অতিরিক্ত সামগ্রী | Ration Card List

Ration Card List October: অক্টোবর মাস হল উৎসবের মরশুম। আর কদিন পরই অনুষ্ঠিত হতে চলেছে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো।

পশ্চিমবঙ্গে লক্ষাধিক রেশন কার্ডধারী গ্রাহকরা প্রতি মাসে রেশন সামগ্রী পেয়ে থাকেন। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই মাসেই দুর্গাপুজো ভাইফোঁটা, কালীপুজো, ছট পুজো সবই রয়েছে। আর তাই বঙ্গবাসীর মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার এই মাসেই অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে।

অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর রেশন কার্ডধারীরা কী পরিমাণ রেশন সামগ্রী পাবেন, তা নির্ধারণ করা হয়েছে এবং রাজ্যের খাদ্য দপ্তর থেকে তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

কোন কোন কার্ডের ক্ষেত্রে গ্রাহকরা কত রেশন সামগ্রী পাবেন সেই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব এই আর্টিকেলের মাধ্যমে।

আরও পড়ুন: Ration Card Download : নতুন রেশন কার্ড চালু, কিভাবে ডাউনলোড করবেন দেখুন

অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের রেশন সামগ্রীর তালিকা (Ration Card List October)

প্রতিটি রেশন কার্ড অনুযায়ী রেশন সামগ্রী কতটা বরাদ্দ করা হয়েছে, তা নিম্নে উল্লেখ করা হলো:

Antyodaya Anna Yojana Ration Card (AAY)

যেসব গ্রাহকদের অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে সেই সকল গ্রাহকরা সবথেকে বেশি রেশন সামগ্রী প্রতিমাসে পেয়ে থাকেন।

এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবারের গ্রাহকরা ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা / ১৪ কেজি গম পেয়ে থাকেন। তবে এবার এই কার্ডের গ্রাহকরা আরো এক কেজি অতিরিক্ত চিনি পাবেন। তবে চিনির দামটি কত হবে তা রেশন দোকান থেকেই জানা যাবে।

Rajya Khadya Suraksha Yojana Ration Card (RKSY-1,RKSY-2)

RKSY-1 রেশন কার্ডে ৫ কেজি চাল প্রতি কার্ড পিছু আর, RKSY-2 রেশন কার্ডের গ্রাহকদের প্রতি কার্ড পিছু ২ কেজি করে চাল পাবেন। এই কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ১০ কোটি মানুষ নিজেদের খাদ্য সুরক্ষা নিশ্চিন্ত করতে সামর্থ্য হয়েছেন।

Special Priority Household & Priority Household Ration Card (SPHH ও PHH)

এই SPHH ও PHH কার্ড দুটো যাদের রয়েছে তারা এই অক্টোবর মাসে প্রতি কার্ড পিছু তিন কেজি চাল এবং ১.৯ কেজি আটা পাবেন।

সর্বপ্রথম রেশন কার্ডের গ্রাহকদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা চালু করে কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত গ্রাহকরা বিনামূল্যে কিছু রেশন পেয়ে আসছিলেন।

অক্টোবর মাসেও এর অনর্থা হবে না। গ্রাহকরা ইতিমধ্যেই তাদের রেজিস্ট্রেট করা মোবাইল নম্বরে এসএমএস পেয়েছেন কত তারা রেশন সামগ্রী এই মাসে পাবেন।

আরও পড়ুন: Ration Card Correction Online: মাত্র এক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করুন

আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

Most Popular