Saturday, December 14, 2024
Homeটেক নিউজপুজোর চমক রেশনে! কোন কার্ডে কত কিলো অতিরিক্ত সামগ্রী | Ration Card...

পুজোর চমক রেশনে! কোন কার্ডে কত কিলো অতিরিক্ত সামগ্রী | Ration Card List WB

Ration Card List WB: পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা

পশ্চিমবঙ্গে লক্ষাধিক রেশন কার্ডধারী গ্রাহকরা প্রতি মাসে বিভিন্ন যোজনার অধীনে রেশন সামগ্রী পেয়ে থাকেন। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আধার কার্ড এবং প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি রেশন কার্ড খাদ্য সুরক্ষার অন্যতম একটি মাধ্যম।

অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর রেশন কার্ডধারীরা কী পরিমাণ রেশন সামগ্রী পাবেন, তা নির্ধারণ করা হয়েছে এবং রাজ্যের খাদ্য দপ্তর থেকে তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের রেশন সামগ্রীর তালিকা (Ration Card List WB)

প্রতিটি রেশন কার্ড অনুযায়ী রেশন সামগ্রী কতটা বরাদ্দ করা হয়েছে, তা নিম্নে উল্লেখ করা হলো:

1. অন্ত্যোদয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana – AAY):

অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীরা সবচেয়ে বেশি রেশন সামগ্রী পাবেন। প্রতিটি পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম একেবারে বিনামূল্যে দেওয়া হবে।

এছাড়াও প্রতি পরিবারে ১ কেজি চিনি দেওয়া হবে, যদিও চিনির দাম নির্ধারিত থাকবে রেশন দোকানের তরফ থেকে।

আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

2. স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড এবং প্রায়োরিটি হাউস হোল্ড (SPHH & PHH):

SPHH এবং PHH কার্ডধারীরা অক্টোবর মাসে বিনামূল্যে মাথাপিছু ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা পাবেন। কেউ যদি আটা না নিতে চান, তবে সেই ব্যক্তিকে ২ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে।

3. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ এবং ২ (RKSY 1 & RKSY 2):

RKSY-1 রেশন কার্ডে ৫ কেজি চাল প্রতি কার্ড পিছু আর, RKSY-2 রেশন কার্ডের গ্রাহকদের প্রতি কার্ড পিছু ২ কেজি করে চাল পাবেন।

রেশন সামগ্রীর প্রাপ্তি

প্রত্যেক রেশন কার্ডধারী তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে রেশন সামগ্রীর তালিকা সম্পর্কে অবগত হয়েছেন। রেশন দোকানে গিয়ে এই বরাদ্দ অনুযায়ী রেশন সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: Ration Card Correction Online: মাত্র এক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করুন

আরও পড়ুন: Ration Card Download : নতুন রেশন কার্ড চালু, কিভাবে ডাউনলোড করবেন দেখুন

Most Popular