Thursday, December 12, 2024
Homeটেক নিউজআবার বাড়বে রিচার্জের দাম | Jio, Airtel, Vi গ্রাহকদের খারাপ খবর

আবার বাড়বে রিচার্জের দাম | Jio, Airtel, Vi গ্রাহকদের খারাপ খবর

Recharge Plan Hike : আবারও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে!

ফের রিচার্জ প্ল্যানের দাম ১৫ শতাংশ বাড়াবে Jio, Airtel, Vi, গ্রাহকদের চিন্তা আবারও বেড়ে গেলো |

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২৪ সালে জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে Jio, Airtel, Vi এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি (Sim Company) ।

প্রায় ১৫ শতাংশ পর্যন্ত প্ল্যানের দাম বাড়িয়েছে টেলিকম অপারেটরগুলি (JIO, AIRTEL, VI) ।

ফলে একলাফে গ্রাহকদের মোবাইল রিচার্জের খরচ অনেকটাই বেড়ে গেছিলো ।

বর্তমানে এমত পরিস্থিতিতে জনপ্রিয় ফাইনান্সিয়াল সংস্থা জেপি মরগান (JP Morgan) দাবি করেছেন, ভারতীয় টেলিকম ইন্ড্রাস্ট্রি ফের ট্যারিফ বৃদ্ধির সম্মুখীন হবে অর্থাৎ আবার রিচার্জের দাম বাড়াবে (Recharge Plan Hike) |

তবে খুব শীঘ্রই এই রিচার্জের দাম বাড়ানোর ঘটনা ঘটবে না। বরং Airtel, Jio, Vi টেলিকম সংস্থাগুলি ২০২৭ অর্থবর্ষে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম ফের ১৫ শতাংশ বাড়াবে বলে তারা দাবি করেছে।

প্রতি গ্রাহক পিছু গড় আয় বৃদ্ধি করতে, উন্নত পরিষেবা দিতে, সর্বোপরি নিজেদের আয় বাড়াতে টেলিকম কোম্পানি Jio, Airtel, Vi-রা এই পদক্ষেপ গ্রহণ করবে বলে জেপি মরগানের বিশেষজ্ঞরা জানিয়েছেন।

আরও পড়ুন:- ১০০০০ টাকা পুজোর উপহার দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা, কিভাবে পাবেন দেখুন

তারা একটি ব্লগে লিখেছে, “আমরা বিশ্বাস করি ভারতে এখনও কিছু বছর ট্যারিফ সংশোধনের কাজ চলবে। কারণ সংস্থাগুলি কোনোভাবেই খরচের তুলনায় আয় বাড়াতে পারছে না। উল্টে স্পেকট্রামের খরচ বাড়ছে।

এই পরিস্থিতিতে ২০২৭ অর্থবর্ষে ফের ১৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করবে সংস্থাগুলি।”

ব্লগে আরও বলা হয়েছে, ভারতে মোবাইল ট্যারিফ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

ভারতে প্রতি জিবি ডেটার জন্য মাত্র ০.০৯ ডলার (প্রায় ৭.৫৭ টাকা) খরচ হয়, যা অনেকটাই কম অন্যান্য দেশের তুলনায় ।

যদিও এই নিয়ে এখনও অফিসিয়াল ভাবে মুখ খোলেনি কোনো টেলিকম সংস্থা (Jio, Airtel, Vi)

কারণ কয়েকমাস আগেই তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। আর ২০২৭ সালে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ার অর্থ এখনও ২০২৭ সাল আসতে অনেকটা সময় বাকি রয়েছে ।


যদি এই ভাবে দিন দিন রিচার্জের দাম বাড়ানো হয় তাহলে গরিব মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই সমস্যা হয়ে যাবে

আরও পড়ুন:- ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশন, বিশেষ চাল দিবে। Free Ration New Update

আরও পড়ুন:- ৬০০০ টাকা পুজোর উপহার দিচ্ছে মমতা, কিভাবে পাবেন! Durga Puja

Most Popular