Sunday, October 6, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পমাসে ৫০০০ টাকা ভাতা বেকার ছেলে মেয়েদের দিচ্ছে সরকার, আবেদন করুন

মাসে ৫০০০ টাকা ভাতা বেকার ছেলে মেয়েদের দিচ্ছে সরকার, আবেদন করুন

Student Internship Program India: নতুন একটি প্রকল্পের সূচনা | ভারতবর্ষ সবথেকে বড় সমস্যা হলো বেকারত্বের সমস্যা।

বেকারত্বের হার কমানোর জন্য কেন্দ্রীয় সরকার Central Government Internship for students নামে নতুন একটি প্রকল্পের সূচনা করতে চলেছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২৪ সালের বাজেটে সর্বপ্রথম এই  ইন্টার্নশিপ স্কিমের (Internship Program) ঘোষণা করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে Virtual Internship করে বেকার যুবক যুবতীরা উপকৃত হতে পারবেন।

ইন্টার্নশিপ প্রোগ্রামের সুবিধা কি (Student Internship Program):-

১) যে প্রার্থীরা এই internshi program এ যোগদান করবেন তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ট পাবেন।

২)  মোট স্টাইপেন্ট পাওয়া যাবে এক বছরের জন্য।

৩) এখান থেকে ট্রেনিং নেওয়ার পর প্রার্থীরা বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারবেন।

৪) ট্রেনিং শেষ হওয়ার পর প্রার্থীদের ৬০০০ টাকা আর্থিক সহায়তা দান করা হবে।

৫) প্রোগ্রামের জন্য যে যুবক যুবতীদের নির্বাচন করা হবে তাদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে বিমার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

আবেদনের শর্ত:-

১) Central Government Internship for students নামে এই প্রকল্পের আবেদন করতে গেলে প্রার্থীদের ২১ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে।

২) যে সকল প্রার্থীরা স্নাতক স্তরে পাঠরত তারাই এই internship program এর জন্য আবেদন করতে পারবেন।

৩) এক্ষেত্রে প্রার্থীদের পূণ্যকালীন সময়ের জন্য কোনো কাজে নিযুক্ত হওয়া চলবে না।

৪) পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

কিভাবে আবেদন করা যাবে ?

১) কেন্দ্র সরকারের এই internship program এ যোগ দিতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার জন্য প্রথমে যেতে হবে www.pminternship.mca.gov.in পোর্টালে।

৩) এরপর প্রার্থীর নিজস্ব আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করতে হবে।

১০ই অক্টোবর থেকে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। প্রার্থীরা ১২ অক্টোবর মধ্যরাত থেকে এই পোর্টালে রেজিস্টার করতে পারবেন।

২৬ শে নভেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। ২৭ নভেম্বরের মধ্যে চূড়ান্ত নির্বাচন করা হবে। এরপর  ২ ডিসেম্বর, ২০২৪ থেকে ইন্টার্নশিপ শুরু হবে।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি চলবে এক বছর ধরে। এখনো পর্যন্ত মহারাষ্ট্র উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং গুজরাটের মোট ১১১টি কোম্পানি এতে যোগ দিয়েছে বলে খবর পাওয়া গেছে (Student Internship Program India)

আরও পড়ুন: পুজোতে টাকার চিন্তা নয়! আবেদন করুন এই প্রকল্পে! Pm Mudra Loan

আরও পড়ুন: মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana

Most Popular