Thursday, December 12, 2024
Homeটেক নিউজVoter List Download 2023 West Bengal | Voter List Download 2023

Voter List Download 2023 West Bengal | Voter List Download 2023

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে প্রকাশিত হলো ২০২৩ সালের ফাইনাল ভোটার লিস্ট (Voter List 2023)। এর আগে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল । অবশেষে আজ ৫ জানুয়ারি ২০২৩ ফাইনাল লিস্ট প্রকাশ হলো ।

প্রত্যেকটি বুথের লিস্ট আপনারা খুব সহজেই মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন । এই লিস্টে আপনারা দেখতে পাবেন আপনাদের বুথের অবস্থান, বুথের ছবি, ভোটার লিস্ট ,নাম ,ঠিকানা ভোটার নাম্বার, বাবার নাম, পার্ট নাম্বার প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি । কতজন মহিলা ভোটার , পুরুষ ভোটার রয়েছে সেটিও দেখতে পাবেন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই ভোটার লিস্টের উপর ভিত্তি করেই ২০২৩ সালে যে গ্রাম পঞ্চায়েত ভোট হবে সেই ভোটে অংশগ্রহণ করতে পারবে ভোটাররা। তাই এই লিস্টে আপনাদের নাম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:- Free Ration : নতুন বছর জানুয়ারি মাসে কোন কার্ডে কত রেশন পাবেন লিস্ট দেখুন

অনেকে ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলেন তাদের নাম সংশোধন হয়েছে কিনা এই লিস্ট থেকে চেক করতে পারবেন । অনেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের নাম লিস্টে উঠেছে কিনা তাও দেখতে পাবেন । অনেকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে কাদের নাম কেটে দিয়েছে তাও আপনারা এই লিস্ট ডাউনলোড করে খুব সহজেই চেক করে নিতে পারবেন।

নিম্নলিখিত পদ্ধতিতে খুব সহজেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন

ভোটার লিস্ট ডাউনলোড করার পদ্ধতি :-

১) প্রথমে আপনাদের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, তারপর গুগলে এসে সার্চ করতে হবে ceowestbengal.nic.in

২) তারপর অফিসার ওয়েবসাইটের ভেতরে পৌঁছে যাবেন ওয়েবসাইটের নিচের দিকে দেখবেন ভোটার লিস্ট ( Voter List) বলে একটি ব্যানার রয়েছে ওই ব্যানারটিতে ক্লিক করবেন।

৩) তারপর আপনার সামনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লিস্ট চলে আসবে, আপনি যেই জেলার ভোটার লিস্ট দেখতে চাইছেন সেই জেলাটি সিলেক্ট করবেন

৪) জেলা চয়েজ করার পর তার পরের পেজে সেই জেলার আন্ডারে থাকা প্রতিটি বিধানসভার নাম চলে আসবে ,আপনি যেই বিধানসভার লিস্ট দেখতে চাইছেন বা আপনার বুথ যেই বিধানসভার মধ্যে পড়ছে সেই বিধানসভাটা আপনাকে সিলেক্ট করতে হবে

৫) বিধানসভার নাম সিলেক্ট করার পর পরবর্তী পেজে সেই বিধানসভার মধ্যে অবস্থিত সমস্ত বুথের নাম চলে আসবে ,আপনি যেই বুথের লিস্ট দেখতে চাইছেন সেই বুথের সোজাসুজি ডান সাইডে ড্রাফ্ট রোল (Draft Roll) আর ফাইনাল রোল(Final Roll) দুটি অপশন পাবেন

আরও পড়ুন:- Krishak Bandhu No Data Found Problem Solved | কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন

৬) লিস্ট দেখবার জন্য আপনারা ফাইনাল রোল (Final Roll) অপশনটা ক্লিক করবেন

৭) তারপর আপনাকে একটি কোড দিতে বলবে আপনাকে যে কোডটি দেখাবে শূন্যস্থানে সেই কোডটি আপনি বসাবেন দিয়ে সাবমিট করবেন । তাহলেই আপনার মোবাইলে বা কম্পিউটারে যেই বুথের আপনি লিস্ট দেখতে চাইছেন সেই লিস্ট ডাউনলোড হয়ে যাবে

লিস্ট দেখার ওয়েবসাইট :- CLICK HARE

ভোটার লিস্ট ২০২৩ ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করুন 👇

https://ceowestbengal.nic.in/DistrictList

সিরিয়াল নাম্বারলিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular