Sunday, December 15, 2024
Homeকৃষক সংক্রান্তKrishak Bandhu No Data Found Problem Solved | কৃষক বন্ধু স্ট্যাটাস চেক...

Krishak Bandhu No Data Found Problem Solved | কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন

 

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য চালু থাকা সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প ।এই প্রকল্পে কৃষকদেরকে বছরে দুইবার টাকা দেওয়া হয়ে থাকে ।একটি হল খারিফ সিজন আরেকটি হলো রবি সিজন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২২ সালে ইতিমধ্যেই খারিফ সিজিন এবং রবি সিজনের টাকা কৃষকদের দিয়ে দেওয়া হয়েছে ।২০২২ সালে রবি সিজনের টাকা দেবার সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ২১ ডিসেম্বর ।

বর্তমানে অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন আবার অনেক কৃষক এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না,  বর্তমানে অনেক কৃষক তাই চিন্তিত রয়েছেন এছাড়াও কিছু কিছু কৃষকদের স্ট্যাটাস চেক করলে তাদের ট্রানজেকশন স্ট্যাটাসে দেখা গিয়েছিল Account Invalid চলে এসেছে।

READ MORE:- Krishak Bandhu Account Invalid: কৃষকবন্ধু প্রকল্পে Account Invalid সমস্যার সমাধান দেখুন

হঠাৎ করেই 2022 এর ডিসেম্বরের শেষ সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এখন কোন কৃষক অনলাইনে স্ট্যাটাস চেক করলে তাদের No Data Found  দেখাচ্ছে এবং ভোটার কার্ড দিয়ে সার্চ করার কোন রকম অপশন নেই । 

এমত অবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন? এই সমস্যাটি কি কারনে এসেছে? পুরো বিষয়টাই আজকের প্রতিবেদনে আলোচনা করবো। 

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক কিভাবে করবেন:

সবার প্রথম আপনাদের মোবাইল বা ডেস্কটপে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং google এ সার্চ করুন Krishakbandhu.net এই অফিসিয়াল ওয়েবসাইটটি । ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করলেই আপনারা দ্বিতীয় অপশনে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি ব্যানার রয়েছে। আপনি নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করুন তাহলেই ভোটার কার্ড দিয়ে কৃষকদের স্ট্যাটাস চেক করার অপশন পাবেন, ভোটার কার্ডের নাম্বার বসান ক্যাপচার ঘরে ঠিক চিহ্ন দিন এবং সার্চ করুন তাহলেই কৃষকরা তাদের স্ট্যাটাস দেখতে পাবে ।

কিন্তু বর্তমানে ভোটার কার্ড দিয়ে সার্চ করার অপশনটায় ওপেন হচ্ছে না এখানে সমস্ত কৃষকদের No Data Found দেখাচ্ছে

 READ MORE:- Krishak Bandhu New Prakalpa: প্রত্যেক কৃষক পাবে ৩২০০০০ টাকা ,এক্ষুনি আবেদন করুন

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস No Data Found দেখাচ্ছে কেন?

১) বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সার্ভার মেইন্টেনেন্স এর কাজ চলছে এই কারণে No Data Found দেখাচ্ছে

২) কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট যে সংস্থা মেইন্টেনেন্স এর কাজ করে সেই সংস্থার তরফ থেকে এই ওয়েবসাইটটির কাজ করার জন্য সাময়িক বন্ধ করে রাখা হয়েছে , তাই বর্তমানে কৃষকরা তাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার সমস্যার সমাধান কিভাবে করবেন:-

বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কোনভাবেই নিজেরা চেক করতে পারবেন না ,যতদিন না পর্যন্ত এই ওয়েবসাইটটি সাধারণের জন্য পাবলিশ হচ্ছে। বর্তমানে কৃষি অফিসের আধিকারিক তারাও কৃষকদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না সুতরাং যতদিন না পর্যন্ত এই ওয়েবসাইটের সার্ভার টি ঠিক করা হচ্ছে ততদিন কৃষকরা তাদের স্ট্যাটাস দেখতে পাবেন না।

No Data Found দেখালে কৃষকরা কি টাকা পাবেনা ? 

 সেক্ষেত্রে বলে রাখি এখন যে সকল কৃষকরা স্ট্যাটাস চেক করছেন তাদের সবারই No Data Found দেখাচ্ছে। অনেক কৃষক এরকমও রয়েছে যারা টাকা পেয়ে গিয়েছেন তাদেরও No Data Found দেখাচ্ছে । যারা টাকা পাননি তাদেরও No Data Found দেখাচ্ছে। 

সেক্ষেত্রে No Data Found দেখালে আমরা যে টাকা পাবেন না সেটা নয়, আমাদের চিন্তা করার কিছু নেই। আপনারা যখন আগে স্ট্যাটাস চেক করেছেন তখন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কি ছিল সেটা আপনাদেরকে মনে করতে হবে । যদি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে Ada Uploaded, Dda Approved বা Account Valid এই তিনটির কোনো একটা ছিলো, তাহলে সবাই টাকা পাবেন। 

 READ MORE :- Pm Kisan Samman Nidhi: বছরে ৬০০০ টাকার বদলে ৮০০০ টাকা কৃষকরা পাবে ,দিল্লিতে আন্দোলন শুরু কৃষকদের

স্ট্যাটাস চেক সমস্যার সমাধান কবে হবে :-

কৃষি দপ্তর সূত্রে এই ব্যাপারে পরিষ্কার কোন ডেট বলতে পারেনি ।  তবে কৃষি দপ্তর এই বলে আশ্বস্ত করছে যে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে । ইতিমধ্যেই আমরা কমপ্লেন জানিয়েছি উপর মহলে এই নিয়ে কাজ করছে । কৃষি দপ্তর খুব শিগগিরই এই সমস্যার সমাধান করে দিবে এবং আগের মতন কৃষকরা স্ট্যাটাস দেখতে পাবেন।

সিরিয়াল নাম্বারলিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular