Monday, July 8, 2024
HomeচাকরিWB Gram Panchayat Exam Practice Set 01: বাছাই করা ১৫টি প্রশ্ন, গ্রাম...

WB Gram Panchayat Exam Practice Set 01: বাছাই করা ১৫টি প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত প্র‍্যাকটিস সেট ০১

WB Gram Panchayat Exam Practice Set 01: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে 6652 টি শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। যার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গ্রাম পঞ্চায়েত দপ্তর। বর্তমানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চাকরি প্রার্থীরা অপেক্ষা করছেন কবে থেকে নির্দিষ্ট শূন্য পদে আবেদন শুরু হবে ।

বর্তমানে বেকারত্বের জ্বালা মেটাতে চাকরিপ্রার্থীরা প্রত্যেকেই কোনো না কোনো চাকরি খুঁজছেন। তাই তারা এই পঞ্চায়েতের নিয়োগকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে । ইতিমধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন । দিন গুণছেন কবে ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তি বের হবে ।

চাকরিপ্রার্থীদের বেকারত্বের জ্বালা ঘোচাতে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকেও চাকরিপ্রার্থীদের জন্য একটি অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের প্র্যাকটিস সেট ।

অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং পঞ্চায়েতে আশা বিগত বছরের প্রশ্নোত্তর নিয়ে আজকের এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে(WB Gram Panchayat Exam Practice Set 01) । আশা করি চাকরিপ্রার্থীদের এই প্র্যাকটিস সেট পরীক্ষার হলে বাড়তি সুযোগ করে দিতে সাহায্য করবে।

WB Gram Panchayat Exam Practice Set 01:

১) পঞ্চায়েত শব্দের অর্থ কি? – গ্রামীণ পরিষদ

2) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন কবে থেকে শুরু হয়েছিল? – ১৯৭৮ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল।

3) গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? – একটি গ্রাম পঞ্চায়েতে সাধারণত ৫ থেকে ৩০ জন সদস্য থাকে

4) পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কাল কত দিন? – পশ্চিমবঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মেয়াদ পাঁচ বছর।

5) পঞ্চায়েতের কার্যকলাপ কে পরিচালনা করে থাকেন? – পঞ্চায়েতে দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করেন কর্ম সচিব।

6) কত মাস অন্তর অন্তর গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকা হয়? – একমাস অন্তর।

7) গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সরকারি সভাপতি কে কিসের মাধ্যমে বেতন দেয়া হয়? – জেলা পরিষদের পক্ষ থেকে

8) কর আদায়কারীদের কারা নিয়োগ করে থাকেন? – গ্রাম পঞ্চায়েত

9) ২৩৪ নম্বর ধারায় কিউ উপধারা অনুযায়ী স্ব নিয়ন্ত্রিত সংস্থার নাম কি? – নিগম

10) একটি গ্রাম পঞ্চায়েতের মিটিং বৈধ হওয়ার জন্য কতজন সদস্যের উপস্থিতি দরকার? – এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের একভাগ

11) কত সালে পঞ্চায়েত আইন কার্যকর হয়েছিল? – ১৯৭৪ সালের ১লা  ফেব্রুয়ারি ।

12) গ্রাম সভা কি? – প্রতিটি গ্রামে একটি করে গ্রাম সভা থেকে থাকে । এই গ্রাম সভাতে সেই গ্রামেরই কিছু নির্বাচিত সদস্য বৃন্দ থাকে।

13) বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে? – ৩৩১১ টি

14) পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই – পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় একমাত্র জেলা পরিষদ নেই।

15) জেলা পরিষদের কার্যকাল কত বছর? – জেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর।

আরও পড়ুন:- Group C Recruitment 2024: পৌরসভায় গ্রুপ সি নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন

আরও পড়ুন:- Wb Panchayat Job 2024: পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হলো, ১৬ হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular