Friday, December 13, 2024
Homeচাকরিস্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি নিয়োগ, মাসিক ১৮ হাজার টাকা বেতন | WB...

স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি নিয়োগ, মাসিক ১৮ হাজার টাকা বেতন | WB Health Recruitment 2024

WB Health Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে Multi Rehabilitation Worker, Community Health Assistant পদে স্টাফ নিয়োগ করা হবে। বেকার যুবক যুবতীরা এই পদে (WB Health New Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ

Multi Rehabilitation Worker, Community Health Assistant। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ 

০১/০১/২০২৪ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

Multi Rehabilitation Worker পদের জন্য ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রী এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

Community Health Assistant পদের জন্য ANM বা GNM কোর্স সম্পন্ন করতে হবে এবং বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখুন।

আরও পড়ুন:- বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ শুরু | ফর্ম ডাউনলোড করুন | Bsb Form 2024 Pdf

বেতনঃ 

দুটি পদের মধ্যে (WB Health New Recruitment 2024) Multi Rehabilitation Worker পদের ক্ষেত্রে মাসিক বেতন রয়েছে ১৮,০০০/- টাকা এবং Community Health Assistant পদের ক্ষেত্রে মাসিক বেতন রয়েছে ১৩,০০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি:

নিয়োগ প্রক্রিয়া জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়ুন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রইলো। (WB Health Recruitment 2024)

আবেদন পদ্ধতিঃ

প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশনের আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টসহ ইন্টারভিউ এর দিন সঠিক ঠিকানায় চলে যেতে হবে।

ইন্টারভিউ দিতে যেতে হবে এই ঠিকানায়:

The CMOH & Secretary, DH&FW Samiti, Jalpaiguri, CMOH Office, 1st floor, District Health & Administrative building, Hospital Para, Jalpaiguri-735101

এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

Community Health Assistant পদের ইন্টারভিউ এর তারিখ: আগামী ২৩শে আগস্ট ২০২৪।

Multi Rehabilitation Worker পদের ইন্টারভিউ এর তারিখ: আগামী ২৮ শে আগস্ট ২০২৪।

অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- ICDS এর মতো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, এক্ষুনি আবেদন করুন | Icds Recruitment 2024

আরও পড়ুন:- Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন

Most Popular