Sunday, October 6, 2024
HomeচাকরিWb Panchayat Recruitment 2024: প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Wb Panchayat Recruitment 2024: প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Wb Panchayat Recruitment 2024: রাজ্যে চাকরি পার্থীদের জন্য খুবই খুশির খবর ।  অবশেষে পঞ্চায়েতে,পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো । প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়েরা এই শূন্য পদে আবেদন করতে পারবে । প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা ভাবে শূন্য পদ প্রকাশিত করা হয়েছে । কিভাবে আপনারা আবেদন করবেন, কোন জেলায় কতগুলি শূন্য পদ, যোগ্যতা কি, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো

Notice Number:- l/488949/2024-PRD-30011/85/2023- PRI

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শূন্যপদ:- ৬,৬৫২ টি

শূন্যপদের নাম:-

১) Sub-Assistant Engineer(Electrical/Civil)

২) System Manager

৩) Additional Accountant, Assistant Cashier, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant

৪) Executive Assistant, Gram Panchayat Karmee, Nirman Sahayak, Sahayak, Secretary

৫)  Additional Accountant, Data Entry Operator, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant

৬) Additional Accountant, Computer Assistant, Lower Division Assistant, Stenographer, Work Assistant

৭) Accounts Clerk, Block Informatics Officer, Clerk-cum-Typist, Data Entry Operator, Panchayat Samiti Peon

৮) Block Informatics Officer

৯) Group – D, Lower Division Assistant, Stenographer

১০) Additional Accountant, Data Entry Operator, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant

১১) District Information Analyst

১২) Sub-Assistant Engineer(Electrical/Civil)

১৩) Parishad Public Health Officer, System Manager

১৪) Sub-Assistant Engineer(Civil)

১৫) Assistant Engineer

আরও পড়ুন:- Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু

Wb Panchayat Recruitment 2024 কোন জেলায় কতগুলি শূন্যপদ:-

প্রত্যেক জেলাতে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ হবে । প্রতিটি জেলাযর গ্রাম পঞ্চায়েতে , পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। কোন জেলায় কোন পোস্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে বিস্তারিত নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিন । নোটিশ ডাউনলোড এর লিংক পোস্টের শেষে দেওয়া রয়েছে

কিভাবে আবেদন করবেন :-

বর্তমানে যে নোটিসটি প্রকাশ করা হয়েছে সেই নোটিসে প্রত্যেক জেলার শূন্য পদ এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বলা রয়েছে । আপনি যে জেলার বাসিন্দা আপনাকে সেই জেলা থেকে নির্দিষ্ট শূন্য পদের জন্য আবেদন করতে হবে। প্রতিটি জেলার নির্দিষ্ট ওয়েবসাইটে আলাদা আলাদা ভাবে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন নেওয়া হবে। আপনি আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যখন নোটিশ প্রকাশিত করা হবে তখন আবেদন করতে পারবেন।

এছাড়াও প্রতিটি জেলার আবেদনের নোটিশ এবং  নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে

আরও পড়ুন:- Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা:-

বর্তমানে যে ৬,৬৫২ টি শূন্য পদে প্রতিটি জেলায় নিয়োগ করা হবে সেখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। নূন্যতম অষ্টম শ্রেণি পাশ থেকে আপনারা আবেদন করতে পারবেন । যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রতিটি জেলার প্রকাশিত হবে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা আলোচনা করব

বয়স কত লাগবে :-

ন্যূনতম চাকরিপ্রার্থীদের ১৮ বছর বয়স হতে হবে । এবার বিভিন্ন পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বিভিন্ন রকম। যখন নোটিশ প্রকাশিত হবে প্রতিটি জেলাতে তখন আরো বিস্তারিত প্রতিটি পদের যোগ্যতা আলোচনা করবো।

Wb Panchayat Recruitment 2024 কিভাবে নিয়োগ হবে:-

চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর ইন্টারভিউ নেয়া হবে। সফল হলে জেলা ভিত্তিক মেরিট লিস্টের মাধ্যমে জানানো হবে এবং নির্দিষ্ট মেরিটের মাধ্যমে সফল চাকরিপ্রার্থীদের নিয়োগ হবে। সমস্ত কিছু নোটিশ আপনারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামীন উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন

NOTIC DOWNLOAD:- DOWNLOAD HERE

OFFICIAL WEBSITE:- CLICK HERE

আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!

আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা

Most Popular