Wb Panchayat Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর । জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।
পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করবেন, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, যোগ্যতা কি রয়েছে, বেতন কত দেওয়া হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো
নোটিস নাম্বার:- 18/ NZP & 19/ NZP
পদের নাম :- জিপি লেভেল এইচএমও / এএমও ( GP Level HMO/AMO)
বয়স সীমা:-
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ৫০ বছর বা তার নিচে বয়স হতে হবে ।এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি দের বয়সের ছাড় দেয়া হবে । বয়স হিসেব করা হবে ১ লা জানুয়ারি ২০২৪ তারিক অনুযায়ী।
মাসিক বেতন:-
পশ্চিমবঙ্গ সরকারের পে স্কেল অনুযায়ী চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন ১৬ হাজার টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ , অনলাইনে আবেদন করুন | Food Department Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা :-
চাকরিপ্রার্থীদের প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক পাস হতে হবে । এর সাথে সাথে আরো কিছু যোগ্যতা প্রয়োজন রয়েছে যেটি আপনারা নোটিস ডাউনলোড করে দেখে নেবেন। নোটিস ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।
কিভাবে আবেদন করবেন (Wb Panchayat Recruitment 2024):-
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য একটি ফরম আপনাদেরকে ফিলাপ করতে হবে । সেই ফর্ম ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নেবেন এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে ফিলাপ করে , সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করবেন
কোন ঠিকানায় জমা করতে হবে আবেদন:-
সংশ্লিষ্ট জেলার ব্লক অথবা পঞ্চায়েত সমিতি অফিসে জমা করতে হবে
আরও পড়ুন:- Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন
কিভাবে নিয়োগ হবে (Wb Panchayat Recruitment 2024):-
চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ :-
এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ২৭শে আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক:- CLICK HERE
ফ্রম ডাউনলোড করার লিংক:- CLICK HERE
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |