Weather Update Today: ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে এই বছর আরও বেশি গরম পড়তে পারে। গত বছরেই গরমে নাজেহাল হয়েছিল রাজ্যবাসী । এই বছর তার থেকেও বেশি গরম পড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
২০২৪ এ মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত দেশে কি রকম আবহাওয়া থাকবে তারই পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসম ভবন । সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকেই বেশি থাকবে ।
দেশের বেশিরভাগ স্থানেই তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রাও বেশি থাকবে । দেশের উত্তর-পশ্চিম, মধ্য এবং দক্ষিণ এছাড়াও উত্তর-পূর্ব স্থানগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কম হতে পারে।
SEE MORE:- Civic Volunteer Salary 2024 : বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের মাইনে| বোনাস, ভাতা সহ একগুচ্ছ সুবিধা
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে হিমালয়ের কিছু এলাকাতে। আবহাওয়া দপ্তর এই বছর বেশি গরমের পূর্বাভাস দিচ্ছে কেনো? সেই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা গণেশ কুমার দাস জানান, এখন বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এজন্য সাধারণভাবেই তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রয়েছে (Weather Update Today
)।
এছাড়া আবহাবিদদের আরো পর্যবেক্ষণ এল নিনো পরিস্থিতি এখন সক্রিয় তার প্রভাবেও তাপমাত্রা বাড়ে । জুন মাস নাগাদ এল নিন পরিস্থিতি বিদায় প্রক্রিয়া শুরু হয়। তার কিছুটা সময় পরেই শুরু হয়ে যায় লা নিনা পর্ব । বর্ষার মরশুমের মধ্যে লা নিনা পরিস্থিতি এসে যাবে এরকমটাই আশঙ্কা আবহাওয়াবিদদের একাংশের ।
SEE MORE:- পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ দিয়ে ক্লার্ক পদে চাকরি, মাসে ১০ হাজার টাকা বেতন
লা নিনা আসলেই বেশি বৃষ্টি হয়। সাধারণত প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বেড়ে গেলে এল নিনোর পরিস্থিতি তৈরি হয়। আবার তাপমাত্রা কমে গেলে লা নিনা পরিস্থিতি তৈরি হয়। আবহাওয়াবিদরা বলছেন গরম বেশি পড়লে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকে ।
মার্চ থেকে মে এই সময়টাই পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারত জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। গণেশ বাবু আরো জানান ভূপৃষ্ঠ বেশি মাত্রায় উত্তপ্ত হওয়ায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রধান কারণ তবে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের প্রবেশ করতে হবে (Weather Update Today
)।
ঝাড়খণ্ডের উপর কোন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থাকলে সেখান থেকেও শক্তিশালী বর্জ্য গর্ভ মেঘ সৃষ্টি হয় । আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মার্চ মাসে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির কথা বলা হয়েছে
SEE MORE:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা