Friday, December 13, 2024
Homeঅন্যান্যআবার গভীর নিম্নচাপ সৃষ্টি, ভারী বৃষ্টি হবে | Weather Update Today

আবার গভীর নিম্নচাপ সৃষ্টি, ভারী বৃষ্টি হবে | Weather Update Today

Weather Update Today: টানা হালকা থেকে ভারী বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে রাজ্যজুড়ে।

গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। দিনভর বৃষ্টির কারনে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পাড়ছে। কবে বৃষ্টি থামবে? দক্ষিণবঙ্গ ও উওরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করবো (Weather News)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে:-

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে । এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Update।

যার জন্য জারি করা হয়েছে সতর্কতা। আলিপুর হাওয়া অফিস বলছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ওই এলাকার উপরেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে (Weather Update Today)।

যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড বরাবর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আপরদিকে দিঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। যা দিঘা থেকে দক্ষিণ- পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিশে গিয়েছে।

এই দুই কারনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হবে বৃষ্টি।

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন শুরু দেখুন

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে:-

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে প্যার। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কত দিন ধরে চলবে এই বৃষ্টি?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হবে:-

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দাজিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেও হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইরকম আবহাওয়া থাকবে ১ সেপ্টেম্বর পর্যন্ত । তাছাড়াও উওরবঙ্গে কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা ও আদ্রতা ?

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছে । সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম।

সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম ছিলো । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৯১ শতাংশ ছিলো ।

আরও পড়ুন:- সবাইকে আধার কার্ড আপডেট করতে হবে , না হলে বিপদে পড়বেন |

আরও পড়ুন:- ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে , নতুন নিয়ম চালু হচ্ছে | Sim Card New Rules 2024

Most Popular