Friday, November 22, 2024
Homeপ্রকল্পমুখ্যমন্ত্রীর যোগ্যশ্রী প্রকল্প চালু, সব ছেলে মেয়েরা চাকরি পাবে

মুখ্যমন্ত্রীর যোগ্যশ্রী প্রকল্প চালু, সব ছেলে মেয়েরা চাকরি পাবে

Yoggyashree Scheme: আবারো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত নতুন প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম যোগ্যশ্রী (Yoggyashree Scheme)। প্রকল্পটি উদ্বোধন করলেন ৮ই জানুয়ারি ২০২৪ তারিখ ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এই প্রকল্পটি কি? এই প্রকল্পে কিভাবে আপনারা সুযোগ-সুবিধা পাবেন? এই প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো?‌

যোগ্যশ্রী প্রকল্পের বিষয়বস্তু:-

১) JEE, NEET, WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ
২) সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১) JEE, NEET, WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ

🛑 এখন পর্যন্ত এই প্রশিক্ষণ সেন্টার থেকে ১৪৪০ জন তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্র ছাত্রী প্রশিক্ষণ নিয়েছে বর্তমানে ৩৬ টি সেন্টার রয়েছে রাজ্যজুড়ে।

🛑 গত দু বছরে ২৮৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে স্থান করতে পেরেছে, আইআইটিতে ৮ জন, নিটে ১৪ জন, আইআইআইটিতে ৫ জন, এমবিবিএস এবং বিডিএস এ ৩৪ জন ভর্তি হয়েছে এই সংস্থায় প্রশিক্ষণ নিয়ে।

🛑 যোগ্যশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার প্রচুর সাফল্য পেয়েছে এর ফলে প্রশিক্ষণের সময় ১৯৬ ঘন্টা থেকে বাড়িয়ে ৩২০ ঘন্টা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

🛑 যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালে থেকে ৫০ টি প্রশিক্ষণ কেন্দ্রে ২০০০ জন তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা দেয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

বর্তমানে যে সকল ছাত্র-ছাত্রীরা উপরের পরীক্ষাগুলির প্রশিক্ষণ নিতে চান অনলাইনে আবেদন করতে পারেবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হলো

Yoggyashree Scheme

Online Apply – https://www.wbbcdev.gov.in/pre-examination-training-form

আরও পড়ুনঃ Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

২) সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ:-

🛑 এবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেল, ব্যাংক ,সামরিক ও অসামরিক বাহিনী ,পোস্ট অফিস, সরকারি ও বেসরকারি সংস্থা ,পুলিশ, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি পদে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয় তার প্রশিক্ষণ দেয়া হবে ছাত্রছাত্রীদের

🛑 ছাত্র-ছাত্রীদেরকে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে ৩০০ ঘন্টা ক্লাসের ব্যবস্থা করবে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ
🛑 প্রতিদিন চার ঘন্টা করে ক্লাস হবে সপ্তাহে তিন দিন ক্লাস করানো হবে

🛑 প্রতিটি জেলাতে দুটি করে সেন্টার গঠন করা হবে
🛑 ২৩-২৪ অর্থবর্ষে ২৩ টি সেন্টার থাকবে পরবর্তী অর্থবর্ষে প্রতিবছর দুটি করে সেন্টার বাড়ানো হবে সেক্ষেত্রে ৪৬ টি সেন্টারে মোট ২৩০০ জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণের সুবিধা পাবে

কিভাবে আবেদন করবেন:-

প্রশিক্ষণ নেওয়ার জন্য অনলাইনে ছাত্রছাত্রীদের কে আবেদন করতে হবে অনলাইন আবেদন ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে, যখনই আবেদন শুরু হবে আপনাদেরকে আমরা কিভাবে তার অনলাইনে আবেদন করতে হয় সেই নিয়ে প্রতিবেদন জানিয়ে দেবো

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.wbbcdev.gov.in/
অনলাইন আবেদন:- https://www.wbbcdev.gov.in/


আরও পড়ুনঃ Psc Food Si Exam Date : Food Si Exam Date 2024

Most Popular