Sunday, October 6, 2024
Homeকৃষক সংক্রান্তকৃষক প্রকল্পের টাকা কবে পাবেন লিস্ট দেখুন , Krishak Bandhu Taka Kobe...

কৃষক প্রকল্পের টাকা কবে পাবেন লিস্ট দেখুন , Krishak Bandhu Taka Kobe Pabo

রাজ্য এবং কেন্দ্র সরকারের কৃষকদের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প রয়েছে ।কেন্দ্র সরকারের যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মাননীতি প্রকল্প রয়েছে (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) সেই রকমই রাজ্য সরকারের রয়েছে কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu) ।

কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে খুবই জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পে কৃষকদেরকে বছরে দুইবার টাকা দেওয়া হয়ে থাকে ।একটি রবি সিজন আরেকটি খারিফ সিজিন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২২ সালে ইতিমধ্যে রবি এবং খারিফ সিজিনের কৃষকদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ২০২২ এর রবি সিজনের টাকাটি এখনো বহু কৃষক তারা তাদের ব্যাংক একাউন্টে পাননি , যদিও সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ ডিসেম্বর ২০২২ দেওয়া শুরু করেছিলেন।

READ MORE:- Krishak Bandhu New Prakalpa: প্রত্যেক কৃষক পাবে ৩২০০০০ টাকা ,এক্ষুনি আবেদন করুন

এখন ২০২৩ সাল পড়ে গিয়েছে অথচ অধিকাংশ কৃষকই ব্যাংক একাউন্টে টাকা পাচ্ছেন না ।অনেক কৃষক চিন্তিত রয়েছেন আমরা আজকের এই প্রতিবেদনে আপনি কবে টাকা পাবেন কিভাবে দেখবেন সেটাই আলোচনা করবো

এইবারে কৃষক বন্ধু প্রকল্পে ৯১ লক্ষ কৃষককে টাকা দেওয়ার শুভ সূচনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ।যেহেতু কৃষকদের সংখ্যাটা বেশি সুতরাং টাকা দিতেও কিছুটা সময় লাগবে এটা স্বাভাবিক ব্যাপার ।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনার ট্রানজেকশন স্ট্যাটাসে Account Valid লেখাটি চলে আসে তাহলে তারপর কোন একটি তারিখে কৃষকরা তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা পাবেন।

আপনি আপনার ব্যাংক একাউন্টে টাকা পাবেন কিনা কিভাবে চেক করবেন:-

১) প্রথমে আপনাকে Krishakbandhu.net অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে সার্চ করতে হবে

২) তারপর নথিভুক্ত কৃষকের তথ্য বলে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে

৩) তারপর আবেদনকারী কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে হবে সার্চ করার পর কৃষক তাদের স্ট্যাটাস দেখতে পাবেন এবং সেখানে স্ট্যাটাসের ঘরে যদি Approved থাকে এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে যদি Account Valid থাকে তাহলে সেই কৃষকটি টাকা পেয়ে যাবেন ,

আর যদি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে Ada Uploaded এবং Dda Approved থাকে সেই ক্ষেত্রে টাকা আসতে কিছুটা সময় লাগবে , সেই কৃষকটির আগে Account Valid হবে তারপর একাউন্টে টাকা পাঠানো হবে ।

READ MORE:- Krishak Bandhu Account Invalid: কৃষকবন্ধু প্রকল্পে Account Invalid সমস্যার সমাধান দেখুন

প্রসঙ্গত বলে রাখি বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না , স্ট্যাটাস চেক করলে সকল কৃষকদের No Data Found দেখাচ্ছে , এই সমস্যার সমাধান কিছুদিনের মধ্যেই অটোমেটিক কৃষি দপ্তরের তরফ থেকে করে দেওয়া হবে।

সিরিয়াল নাম্বার Transction Status টাকা পাবেন( হ্যাঁ/না)
১.Ada Uploaded টাকা পাবেন
২.Dda Approved টাকা পাবেন
৩.Account Validটাকা পাবেন
৪.Account Invalid টাকা পাবেন না

Account Invalid আসলে অতি শিগ্রই আপনি কৃষি অফিসে যোগাযোগ করুন এবং আপনার ভোটার কার্ড ,আধার কার্ড ,জমির রেকর্ড ও ব্যাংকের পাস বই জমা করুন ।তাহলেই আপনার Account Invalid থেকে Account Valid হয়ে যাবে এবং আপনি ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন

READ MORE:- Krishak Bandhu Taka Kobe Debe :কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে |কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবো

কোন কৃষকরা কবে টাকা পাবে:-

প্রতিদিনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সব জেলার কৃষককেই দেওয়া হচ্ছে ।তবে নির্দিষ্ট কিছু সংখ্যক কৃষককে প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে। সেই কারণে ৯১ লক্ষ কৃষকের একাউন্টে টাকা ক্রেডিট হতে কিছুটা সময় লাগবে ।আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। এই জানুয়ারি মাসটা পুরোই টাকা দেওয়া হবে সুতরাং তাড়াহুড়োর কোন কিছু নেই সবাই টাকা পাবেন আপনারা শুধু স্ট্যাটাস দেখে নিবেন স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে কিনা

সিরিয়াল নাম্বারলিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular