Sunday, October 6, 2024
Homeফর্মBirth Certificate Online Apply 2024 : জন্ম সার্টিফিকেট আবেদন করার নতুন পদ্ধতি...

Birth Certificate Online Apply 2024 : জন্ম সার্টিফিকেট আবেদন করার নতুন পদ্ধতি দেখুন

Birth Certificate Online Apply 2024: বর্তমান দিনে জন্ম সার্টিফিকেট এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি আঁধার কর্তৃপক্ষ একটি নতুন নিয়ম জারি করেছে এবং জন্ম মৃত্যু সম্পর্কিত একটি নতুন আইন সরকার চালু করেছে সেই নিয়মে বলা রয়েছে, এবার থেকে আপনারা আধার কার্ড কে কোন ভাবেই জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না ,

যে কোন ফর্ম ফিলাপই হোক না কেনো ,যে কোন চাকরির ক্ষেত্রে, যে কোন সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রতিটি ক্ষেত্রেই জন্মের প্রমাণপত্র হিসাবে আপনাকে জন্মের সার্টিফিকেট জমা দিতে হবে , তাই প্রতিটি ব্যক্তির জন্যই জন্ম সার্টিফিকেট করে নেওয়াটা খুবই জরুরী।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


সবথেকে জরুরী যখন কোন বাচ্চা জন্মগ্রহণ করে তার জন্ম সার্টিফিকেট বানানো কারণ বাচ্চাটির জন্মের পর যাবতীয় সুযোগ-সুবিধা স্বাস্থ্য থেকে শুরু করে লেখাপড়া বাসস্থান সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রতিটি ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট প্রয়োজন পড়বে।


তাই আজকের প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই সরকারি নিয়মে সম্পূর্ণ বিনামূল্যে জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন বিস্তারিত পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো

সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন  Janma-Mrityutathya.wb.gov.in তাহলে আপনার সামনে একটি ওয়েবসাইট খুলে যাবে ,
সেই ওয়েবসাইটের মেনুবারে ক্লিক করবেন তারপর সিটিজেন সার্ভিস দেখতে পাবেন

সিটিজেন সার্ভিস এ ক্লিক করার পর Birth অপশনে ক্লিক করবেন

তারপর apply for new registration এ ক্লিক করবেন

Birth Certificate Apply 2024
Birth Certificate Apply 2024
Birth Certificate Apply 2024
Birth Certificate Apply 2024
Birth Certificate Apply 2024

তারপর আপনার ফোন নাম্বার চাইবে আপনি ফোন নাম্বার বসাবেন এবং গেট ওটিপি অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করবেন তাহলেই মূল ফরম ফিলাপের পেজ খুলে যাবে

বিশেষ দ্রষ্টব্য:-  ফরম ফিলাপের সময় যেখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই অপশনগুলি অবশ্যই পূরণ করতে হবে,  বাকি অপশন গুলো আপনি না চাইলেও ফিলাপ নাও করতে পারেন

আইনগত তথ্য ( Legal Information):-

১) শিশুর তথ্য ( Information Of The Child)-
প্রথমেই বাচ্চাটির জন্মের তারিখ বসাতে হবে, বাচ্চাটির লিঙ্গ কি ছেলে হলে Male, মেয়ে হলে Femal  এবং উভয় লিঙ্গ হলে Transgender সিলেক্ট করবেন, বাচ্চাটির নাম বসাবেন,তারপর একটি বাচ্চা হলে Singal আর একের অধিক বাচ্চা প্রসব করলে Twins সিলেক্ট করবেন ।

Birth Certificate Apply 2024

২) জন্মের স্থান (Please Of Birth)-

বাচ্চাটি হসপিটালে না বাড়িতে না অন্য কোথাও জন্মগ্রহণ করেছে সিলেক্ট করবেন,  তারপর কোন রাজ্যে জন্মগ্রহণ করেছে সিলেক্ট করবেন, কোন জেলাতে জন্মগ্রহণ করেছে জেলার নাম সিলেক্ট করবেন তারপর যেখানে জন্মগ্রহণ করেছে সেই এলাকাটি ব্লক/ মিউনিসিপালিটি /ডেভেলপমেন্ট অথোরিটি / বরো যার আন্ডারে পড়ছে সেটা সিলেক্ট করবেন ,

তারপর আপনার ব্লক বা পৌরসভার নাম দেবেন, তারপর আপনার পঞ্চায়েত অথবা ওয়ার্ড এর নাম দেবেন, তারপর সরকারি হাসপাতালে বাচ্চাটা হয়েছে না কোনো নার্সিংহোম বা প্রাইভেট সংস্থা তে হয়েছে সেটা সিলেট করবেন। তারপর হাসপাতালে একটি লিস্ট আসবে সেখান থেকে যেই হাসপাতালে বা নার্সিংহোমে বাচ্চাটি হয়েছে সেটা সিলেক্ট করবেন।

Birth Certificate Apply 2024

৩) পিতার তথ্য (Father’s Information)-

প্রথমে সন্তানের বাবার নামের প্রথম অংশ নামের মধ্য অংশ এবং নামের পদবী নির্দিষ্ট ঘরে বসাতে হবে। ইমেল আইডি থাকলে দেবেন, মোবাইল নাম্বার থাকলে দেবেন , তারপর আইডি প্রুফ ভোটার কার্ড /আধার কার্ড /রেশন কার্ড / পাসপোর্ট এর মধ্যে যেকোনো একটা সিলেক্ট করবেন , আইডি প্রুফ নাম্বারের ঘরে সেই আইডি প্রুফের নাম্বারটা আমি বোঝাবেন এবং আপলোড আইডি প্রুফের ঘরে সেই ডকুমেন্টস টা আপলোড করে দেবেন।

Birth Certificate Apply 2024

৪) মাতার তথ্য (Mother’s Information)-

সন্তানটির মায়ের নামের প্রথম অংশ নামের মধ্য অংশ এবং নামের শেষাংশ অর্থাৎ পদবী নির্দিষ্ট ঘরে বসাবেন , ইমেইল আইডি থাকলে বসাবেন,  মোবাইল নাম্বার বসাবেন, আইডি প্রুফে ভোটার কার্ড /আধার কার্ড /রেশন কার্ড / পাসপোর্ট যে কোনো ডকুমেন্টস একটি সিলেক্ট করবেন,  আইডি প্রুফ নাম্বারের ঘরে সেই ডকুমেন্টস নাম্বার বসাবেন,  আপলোড আইডি প্রুফের ঘরে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন। মাতৃ আইডি যদি আপনার জানা থাকে বসাবেন না জানা থাকলে বসানোর দরকার নেই এটি বাধ্যতামূলক নয়।

Birth Certificate Apply 2024

৫) শিশুর জন্মের সময় মাতার ঠিকানা ( Present Address Of Mother At The Time Of The Child’s Birth) –


মায়ের বাড়ির নাম্বার, নাম, রাস্তার নাম্বার , অঞ্চল বা পোস্ট অফিসের নাম, পিন কোড, রাজ্যের নাম, জেলার নাম, ব্লক / মিউনিসিপালিটি / ডেভেলপমেন্ট অথরিটি / বরো যেটা হবে সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম্বার বা পৌরসভার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন, তারপর পঞ্চায়েতের নাম অথবা পৌরসভার নাম সিলেক্ট করবেন, তারপর আপনার  গ্রামের / শহরের নাম সিলেক্ট করবেন

আরও পড়ুন :- Psc Food Si Exam Date : Food Si Exam Date 2024

Birth Certificate Apply 2024

৬) মাতার স্থায়ী ঠিকানা ( Permanent Address Of Mother)-

উপরের ঠিকানা সঙ্গে মায়ের স্থায়ী ঠিকানা যদি একি হয়ে থাকে তাহলে নির্দিষ্ট চেকবক্সে সিলেক্ট করুন নইলে আলাদাভাবে ঠিকানা বসাতে হবে। উপরে যেরকম ঠিকানা আপনি বসিয়েছেন একইভাবে নিচের ঘরেও আপনাকে ঠিকানা বসাতে হবে। আর যদি মায়ের ঠিকানা শিশু জন্মের সময় যেটি রয়েছে এবং স্থায়ী ঠিকানা দুটোই যদি একি হয় , তাহলে যে চেকবক্সে টিক চিহ্ন দিতে বলছে ওখানে ঠিক চিহ্ন দিয়ে দিলেই দুটো ঘরেই একই ঠিকানা অটোমেটিক চলে আসবে।

Birth Certificate Apply 2024

৭) সংবাদ দাতার তথ্য ( Informant Information ):-

এই ঘরটি কেবলমাত্র বাচ্চা যদি বাড়িতে জন্মগ্রহণ করে বা অন্যান্য স্থানে জন্মগ্রহণ করে তাহলে ফিলাপ করতে হবে, যদি বাচ্চা হাসপাতালে বা নার্সিংহোমে জন্মগ্রহণ করে তাহলে এই অপশনটি আপনাকে ফিলাপ করতে হবে না,

নামের ঘরে আপনার এলাকার যিনি আশা দিদি রয়েছেন যিনি আপনাকে দেখাশোনা করেছেন তার নাম দেবেন এবং Designation অপশনে আশা সিলেক্ট করবেন, তারপর তার ঠিকানা বসিয়ে দেবেন।

Birth Certificate Apply 2024

আরও পড়ুন :- Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

পরিসংখ্যানগত তথ্য( Statistical Information):-

৮) পিতা-মাতার তথ্য (Father’s And Mother’s Information)-

পিতা মাতা কোন ধর্মালম্বী- হিন্দু / মুসলিম/খ্রিস্টান /বৌদ্ধ/ জৈন যেটা হবে সেটা সিলেক্ট করবেন। পিতার শিক্ষাগত মান কত অর্থাৎ বাবা কত দূর পড়াশোনা করেছে সেটা সিলেক্ট করবেন, তারপর পিতার পেশা পিতা বর্তমানে কোন জীবিকার সঙ্গে যুক্ত সেটা সিলেক্ট করবেন,
মায়ের শিক্ষাগতমান, মা কত দূর পড়াশোনা করেছে সেটা সিলেক্ট করবেন,  মা বর্তমানে কি জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে সেটা সিলেক্ট করবেন।

Birth Certificate Apply 2024

৯) অন্যান্য তথ্য ( Other Information)-

প্রথম বিবাহের সময় মায়ের কত বছর বয়স ছিল লিখবেন , তারপর প্রসবকালীন পরিচর্যা আপনাকে গর্ভ বতী অবস্থায় কারা দেখাশোনা করেছে সেটা সিলেক্ট করবেন,  তারপর বাচ্চা যখন জন্ম গ্রহণ করেছে তখন মায়ের বয়স কত সেটা বসাবেন, তারপর প্রসবের পদ্ধতি নরমাল ভাবে বাচ্চা হয়েছে না সিজারের মাধ্যমে হয়েছে না অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে হয়েছে সেটা সিলেক্ট করবেন,  তারপর বর্তমানে যে বাচ্চাটি হয়েছে সেই বাচ্চাটিকে নিয়ে ওই মায়ের কতগুলি সন্তান রয়েছে সেই সংখ্যাটা লিখতে হবে,  তারপর জন্মের সময় শিশুর কত ওজন হয়েছে ওজনের পরিমাপ লিখতে হবে।
তারপর গর্ভের স্থিতি কাল অর্থাৎ কত সপ্তাহে বাচ্চাটা জন্মগ্রহণ করল সেটা লিখতে হবে। তারপর যদি আপনার কোন আলাদা মন্তব্য থেকে থাকে লিখতে পারেন

Birth Certificate Apply 2024

১০) আপলোড ডকুমেন্ট (Upload Documents)-

☑️ Upload Form No. 1 –
এবার আপনাদেরকে কিছু কাগজ অনলাইনে আপলোড করতে হবে। প্রথমেই ফর্ম নম্বর ওয়ান (Form no 1) আপনাদেরকে পূরণ করে অনলাইনে আপলোড করতে হবে।

☑️ Upload Discharge Certificate –
হাসপাতালে বা নার্সিংহোমে বাচ্চা জন্মগ্রহণ করলে  ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হয়,  ডিসচার্জ সার্টিফিকেট বাচ্চাটি যেখানে জন্মগ্রহণ করবে সেই হাসপাতাল বা নার্সিংহোম থেকে আপনাদেরকে দেওয়া হবে।

ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই আপনার ফর্ম ফিলাপ হয়ে যাবে

Birth Certificate Apply 2024

☑️ জন্ম সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন:

অনলাইনে আবেদন করার পর কিছুদিন পর যখন অফিস থেকে approval দিয়ে দেবে তখন আপনারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের একনলেজমেন্ট নাম্বার বসিয়ে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন , আর একনলেজমেন্ট নাম্বার আপনারা যখন অনলাইনে আবেদন করবেন সাবমিট করার পরেই আপনাদেরকে দেখিয়ে দেবে

🔗🔗 ফর্ম নাম্বার ওয়ান ( Form No. 1) কিভাবে ডাউনলোড করবেন:- 

এখানে হাত দিয়ে ডাউনলোড করে নিন ( ডাউনলোড করুন )

☑️ Website Link – Click Here
☑️ Form No. 1 Download Link – Click Here

☑️ Certificate Download Link- Click Here

আরও পড়ুন :- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Most Popular