Wednesday, December 11, 2024
HomeচাকরিWb Electric Department Recruitment: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি ফর্ম...

Wb Electric Department Recruitment: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি ফর্ম জমা করুন

Wb Electric Department Recruitment: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধিনস্ত বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে । ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটারি কমিশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের কর্মী নিয়োগের কাজ শুরু হয়েছে।

রাজ্যের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা যদি যোগ্যতা সম্পন্ন করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য । শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Employment no -WBERC/A-17/6/4792

পদের নাম-  কনসালটেন্ট Consultants (Regulatary Affairs)

শিক্ষাগত যোগ্যতা-

আবেদন জানানোর জন্য আবেদনকারীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েশন করে থাকা অত্যন্ত প্রয়োজন । বিদ্যুৎ বিভাগের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীরা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন:- Anganwadi Recruitment 2024 : ICDS এ ৩৫০০০ হাজার শূন্যপদে অনলাইন আবেদন শুরু

মাসিক বেতন-

এই পদে কার্মরত প্রার্থীদের পারিশ্রমিক 1,50000 টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি-

এই পদে চাকরির জন্য আপনাকে অফলাইনে আবেদন জানাতে হবে। এই প্রতিবেদনের নিচেই ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে। সেই ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য ফিলাপ করবেন তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে  একটি চিঠি পাঠানোর খামে সমস্ত কিছু প্রবেশ করিয়ে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের আবেদনটি পাঠিয়ে দেবেন।

আরও পড়ুন:- Wb Panchayat Job 2024: পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হলো, ১৬ হাজার টাকা মাসিক বেতন

আবেদনপত্র জমা করার ঠিকানা:-

Secretary, WBERC, Plot No:AH/5(2nd&4th Floor), Premises No :MAR 16-1111,Action Area-1A,NewTown,Rajarhat,Kolkata-700163

গুরুত্বপূর্ণ তারিখ:-

আবেদনের শেষ তারিখ -২৭ মার্চ ২০২৪

Wb Electric Department Recruitment Official Notice:-

DOWNLOAD HERE

Official Website:-

আরও পড়ুন:- Group C Recruitment 2024: পৌরসভায় গ্রুপ সি নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন

আরও পড়ুন:- Forest Volunteer : রাজ্যে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন

Most Popular