Friday, December 13, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিঅষ্টম শ্রেণি পাসে ভারতীয় পোস্ট অফিসে চাকরি! India Post Recruitment 2024

অষ্টম শ্রেণি পাসে ভারতীয় পোস্ট অফিসে চাকরি! India Post Recruitment 2024

India Post Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের ইন্ডিয়া পোস্টের (India Post) এর দপ্তরে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।

এই ওয়েবসাইটে indiapostgdsonline.gov.in ইন্ডিয়া পোস্ট অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে Skilled Artisans পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (India Post Job Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন। 

নিয়োগ সংস্থা: ইন্ডিয়া পোস্ট (India Post)

পোস্টের নামঃ Skilled Artisans। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন। 

বয়সসীমাঃ 

যে সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। 

যোগ্যতাঃ

এই পদে (India Post Job Recruitment 2024) আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস, ট্রেড সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন এবং নিজের দায়িত্বে আবেদন করুন। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। 

আরও পড়ুন: ICDS এর মতো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, এক্ষুনি আবেদন করুন | Icds Recruitment 2024

বেতনঃ

এই পদে (India Post Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১৯,৯০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে। 

গুরত্বপূর্ণ ডকুমেন্টস: 

  • বার্থ সার্টিফিকেট 
  • ভোটার বা আধার কার্ড
  • মেডিকেল সার্টিফিকেট 
  • অষ্টম শ্রেণি পাস সার্টিফিকেট
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট 
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ট্রেড সার্টিফিকেট 
  • এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু 

আবেদন ফি: এই পদে (India Post Job Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন। উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। 

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ৩০/০৮/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক :- CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: indiapostgdsonline.gov.in

আরও পড়ুন: আর জি ঘটনায় দোষির ফাঁসি হবে, মামলা গেলো সুপ্রিম কোর্টে | Rg Kar News

আরও পড়ুন: মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ১২০০০ টাকা মাসিক বেতন | 10th Pass Govt Job

Most Popular