Sunday, October 6, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরি১১৩০ জন কনস্টেবল নিয়োগ, অনলাইনে আবেদন করুন | CISF Recruitment 2024

১১৩০ জন কনস্টেবল নিয়োগ, অনলাইনে আবেদন করুন | CISF Recruitment 2024

CISF Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে কেন্দ্র সরকারের চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। দেশের সিআইএসএফ আধা-সেনাতে সরাসরি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে CISF এর Fire Constable পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (CISF Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

CISF এর ফুল ফর্ম কি?

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)

পোস্টের নামঃ CISF এর Fire Constable। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

মোট শুন্যপদঃ এখানে ১১৩০ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

বয়সসীমাঃ  যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ সকল ভারতীয় প্রার্থী এই পদে (CISF Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

বেতনঃ

এই পদে (CISF Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল-৩ অনুযায়ী বেতন হিসাবে সর্বনিম্ন ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

আবেদন ফি:

এই পদে (CISF Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে।

  • সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি দিতে হবে।

নিয়োগ পদ্ধতি: কয়েকটি ধাপ পার করলে এই পদে চাকরি দেওয়া হবে। ধাপগুলি হলো –

  • শারীরিক দক্ষতার পরীক্ষা
  • শারীরিক ফিটনেস পরীক্ষা
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • লিখিত পরীক্ষা

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। এই cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিতে হবে। লগইন অপশনে ক্লিক করে “নিউ রেজিস্ট্রেশন” এ ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং আবেদনপত্রে প্রবেশ করুন।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ৩০/০৯/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

ONLINE APPLY করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- Karmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন

আরও পড়ুন:- ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, মাসে ১৬০০০ টাকা বেতন | Land Department Recruitment 2024

Most Popular