Monday, October 7, 2024
Homeট্রেন্ডিংLpg Gas Subsidy: এবার গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দিবে সরকার! কবে...

Lpg Gas Subsidy: এবার গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দিবে সরকার! কবে থেকে?

Lpg Gas Subsidy: বর্তমান দিনে সকলের বাড়িতেই প্রায়ই এলপিজি গ্যাস ( Lpg Gas) রয়েছে। কারো সাধারণ গ্যাস কানেকশন রয়েছে, আবার কারো প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার ( Pradhan Mantri Ujjwala Yojana ) গ্যাস কানেকশন রয়েছে।
২০২৩ এ ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের ( Lpg Gas Cylinder) দাম ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল , তারপর কেন্দ্রীয় সরকারের ( Government of India) তরফ থেকে ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার ( Pradhan Mantri Ujjwala Yojana ) গ্যাস যাদের রয়েছে তাদের ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে পরে সেটি ১০০ টাকা আরো বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছিল ,

এছাড়াও সর্বোপরি গ্যাসের দামও এক হাজার টাকার নিচে করা হয়েছিল । এবার সাধারণ মানুষদের আরো সহযোগিতা করতে মোদি সরকার এলপিজি গ্যাসের সাবসিডি ( Lpg Gas Subsidy ) আরো বাড়াতে চলেছে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরও পড়ুনঃ Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Lpg Gas Kyc Last Date? গ্যাসের Kyc কাদের করতে হবে? কাদের হবেনা জানুন?

২০২৪ সালের আসন্ন বাজেট ( Budget 2024) একটু হলেও স্বস্তি দেবে সাধারণ খেটে খাওয়া মানুষদের , এর আগেই কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার ( Pradhan Mantri Ujjwala Yojana ) গ্যাস সিলিন্ডার গ্রাহকদের ভর্তুকির পরিমাণ বাড়িয়েছিল , এবারও ২০২৪ এ লোকসভা ভোটকে ( Lok Sabha Vote 2024) মাথায় রেখে নরেন্দ্র মোদি সরকার আবারও ভর্তুকির ( Lpg Gas Subsidy) পরিমাণ বাড়াতে চলেছে

এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকির ( Lpg Gas Subsidy) পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে, স্বাভাবিকভাবেই ভোটের আগে প্রশ্ন উঠছে সরকারের তরফ থেকে কি ভর্তুকির পরিমাণ আরো বৃদ্ধি করা হবে?
যদি এরকমটা হয় তাহলে ৩০০ টাকা থেকে ভর্তুকি বাড়িয়ে ৫০০ টাকা করাও হতে পারে ।

বর্তমানে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের ( Lpg Gas Cylinder ) দাম ৯২৯ টাকা, সাধারণ গ্যাস গ্রাহকদেরকে এই টাকা দিয়েই সিলিন্ডার নিতে হচ্ছে। তবে যাদের প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার ( Pradhan Mantri Ujjwala Yojana ) গ্যাস কানেকশন রয়েছে তাদেরকে এই দামে গ্যাস নিতে হলেও ৩০০ টাকা তাদের ব্যাংকে ভর্তুকি হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে, গ্যাস নেওয়ার পরে স্বাভাবিকভাবেই উজ্জ্বলা যোজনার গ্যাস গ্রাহকরা বর্তমান দামের থেকেও ৩০০ টাকা কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন।

বর্তমানে দেশের ১০.৩৫ কোটি মানুষ উজ্জ্বলা যোজনার ( Ujjwala Yojana) গ্যাস কানেকশন নিয়ে রেখেছেন, ভবিষ্যতে ৩ বছরে আরও ৭৫ লক্ষ বাড়িতে নতুন এলপিজি গ্যাস ( Lpg Gas) কানেকশন দেয়া হবে , ফলে উজ্জ্বলা যোজনার মোট সুবিধা ভোগীর সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে ।

Lpg Gas Subsidy কবে বাড়ানো হবে?

মুদ্রাস্ফীতির হার কমাতে দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ( Ujjwala Yojana) অন্তর্ভুক্ত ১০ কোটি মহিলাদের রান্নার গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি প্রদান করছেন, এই ভর্তুকির পরিমাণ আরো বাড়ানো হতে পারে সামনের লোকসভা ভোট ২০২৪ কে কেন্দ্র করে,

২০২৪ এ লোকসভা ভোটের আগে শেষ অন্তর্বর্তী বাজেট ১লা ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পেশ করবেন অর্থমন্ত্রী , এই দিনই এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তুকি ( Lpg Gas Subsidy) নিয়ে বড় ঘোষণা হতে পারে

Lpg Gas Subsidy কত টাকা বাড়ানো হবে?

সরকার ইতিমধ্যেই ৩০০ টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি কমিয়েছে, সূত্রের খবর ১লা ফেব্রুয়ারি ২০২৪ তারিখে যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে সেই বাজেটেই ভর্তুকির পরিমাণ ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হতে পারে।

Lpg Gas Subsidy সুবিধা কারা পাবেন?

এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বর্তমানে কেবলমাত্র উজ্জ্বলা যোজনার ( Ujjwala Yojana) গ্যাস গ্রাহকদেরই দেওয়া হয় ৩০০ টাকা করে এবং সাধারণ গ্যাস গ্রাহকদের ২ টাকা থেকে ১৯ টাকার মত ভর্তুকি দেওয়া হয়। যদি বাজেটে ভর্তুকি বাড়ানো হয় সেক্ষেত্রে বর্ধিত হারে ভর্তুকির টাকা কেবলমাত্র উজ্জ্বলা যোজনার যাদের গ্যাস কানেকশন রয়েছে তারাই পাবেন, সাধারণ গ্যাস কানেকশন যাদের রয়েছে তারা পাবেন না

আরও পড়ুনঃ Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

Most Popular