Wednesday, December 11, 2024
Homeকৃষক সংক্রান্তPm kisan টাকা ৬০০০ বদলে ১০০০০ টাকা হবে, বড়ো ঘোষণা সরকারের

Pm kisan টাকা ৬০০০ বদলে ১০০০০ টাকা হবে, বড়ো ঘোষণা সরকারের

Pmkisan New Update 2024: আপনি কি কৃষক? আপনি যদি কৃষক হয়ে থাকেন তবে কেন্দ্র সরকার আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছে।

কেন্দ্রীয় সরকারের পরিচালিত পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই একটি সুখবর আসতে চলেছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির পরিমাণ ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করতে চলেছে।

কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় যোগদান করেছিলেন। ওই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ কৃষক সম্মান নিধি যোজনা টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন (Pmkisan New Update 2024)।

এই মন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে, “যদি জম্মু ও কাশ্মীরে বিজেপি সরকার গঠন করে, তবে কৃষক সম্মান নিধির পরিমাণ ৬ হাজার থেকে ১০ হাজার করা হবে।”

আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

এছাড়াও অমিত শাহ জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং জম্মুতে মেট্রো পরিষেবা চালুর কথা জানিয়েছেন।

অমিত শাহ আরও বলেছেন যে, “প্রতি বছর সন্ত্রাসবাদীদের দ্বারা ধ্বংস হওয়া ১০০টি মন্দির পুনর্নির্মাণ করা হবে এবং অগ্নিবীরদের ১০০% চাকরি প্রদান করা হবে।”

কৃষক সম্মাননীতি যোজনাটি প্রথম কেন্দ্র সরকার চালু করে ২০১৯ সালে। ভারতবর্ষের কোটি কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে ৬০০০ টাকা পেয়ে থাকেন।

তবে ছয় হাজার টাকা একবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে না। তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকাটি পেয়ে থাকেন।

এখনো পর্যন্ত ১৭ টা কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকা ৬০০০ থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করলে কৃষকদের পক্ষে আরো লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

সরকার জানিয়েছে, নবরাত্রির সময় ৫ অক্টোবর, ২০২৪, দেশের ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার টাকা জমা হবে। এই টাকা হবে প্রকল্পের ১৮ তম কিস্তির অর্থ যা প্রত্যেক কৃষক পাবেন।

PMKISAN ONLINE APPLY: CLICK HERE

আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana

আরও পড়ুন:- টয়লেট বানাতে ১২০০০ টাকা দিচ্ছে মোদি, অনলাইনে আবেদন করুন |Toilet Online Apply Gramin

Most Popular