Wednesday, December 11, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিভারতীয় রেলে চাকরি টিকিট ক্লার্ক পদে কর্মী নিয়োগ | Railway NTPC Recruitment...

ভারতীয় রেলে চাকরি টিকিট ক্লার্ক পদে কর্মী নিয়োগ | Railway NTPC Recruitment 2024

Railway NTPC Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতীয় রেলে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। NTPC (Undergraduate) পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে ক্লার্ক পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (Railway NTPC Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ অনেক গুলো পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে উল্লেখ করা হল

পোস্টের নামমোট শূন্যপদশিক্ষাগত যোগ্যতামাসিক বেতন
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট৯৯০ টি৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজি বা হিন্দিতে টাইপিং স্পিডে দক্ষ হতে হবে।১৯,৯০০/- টাকা
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক২০২২ টি৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ।  ২১,৭০০/- টাকা
ট্রেন ক্লার্ক৭২ টি৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ।১৯,৯০০/- টাকা
একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট৩৬১ টি৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজি বা হিন্দিতে টাইপিং স্পিডে দক্ষ হতে হবে।  ১৯,৯০০/- টাকা

বয়সসীমাঃ 

০১/০১/২০২৫ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- Pm Kisan ১৮ তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা | Pm Kisan 18th Installment Date

আবেদন ফি:

এই পদে (Railway NTPC Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে।

  • Gen/ OBC শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০০/- টাকা।
  • SC/ ST/ Female/ EWS/ PWD শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০/- টাকা

Railway NTPC Vacancy:-

কয়েকটি রেলওয়ে জোন অনুযায়ী প্রত্যেক পদের কতগুলো শূন্যপদ রয়েছে তার তালিকা –

RRB Malda NTPC Vacancy Details 2024

  • মোট ১২ জন নতুন কর্মীকে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে।

RRB Siliguri NTPC Vacancy Details 2024

মোট ৪২ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ৩৯ জন
  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৩ জন

RRB Kolkata NTPC Vacancy Details 2024

মোট ৪৫২ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ১৮৭ জন
  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ১১৮ জন
  • ট্রেন ক্লার্ক ১৫ জন
  • একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ১৩২ জন

RRB Bhubaneswar NTPC Vacancy Details 2024

মোট ৫৬ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ১৯ জন
  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ০৯ জন
  • একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ২৮ জন

RRB Guwahati NTPC Vacancy Details 2024

মোট ১৭৫ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৫৯ জন
  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ৮২ জন
  • ট্রেন ক্লার্ক ০৩ জন
  • একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ৩১ জন

নিয়োগ প্রক্রিয়া:

এখানে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া (Railway NTPC Selection Process) সম্পন্ন হবে। ধাপগুলো –

  • CBT- 1
  • CBT- 2
  • Skill Test

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে –

  • CBT- 1, CBT- 2, Skill Test

কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে –

  • CBT- 1 & CBT- 2

ট্রেন ক্লার্ক পদে –

  • CBT- 1 & CBT- 2

একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে –

  • CBT- 1, CBT- 2, Skill Test

পরীক্ষার সিলেবাস এবং সময় (Railway NTPC Syllabus in Bengali):

৯০ মিনিটের মধ্যে তিনটি বিষয় মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। তিনটি উত্তর ভুল করলে ১নম্বর কাটা যাবে।

  • গণিত ৩০ নম্বরের।
  • জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং ৩০ নম্বরের।
  • জেনারেল অ্যাওয়ারনেস ৪০ নম্বরের।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। এই rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনপত্র জমা দিতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২০/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২২/১০/২০২৪

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

ONLINE APPLY করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ| WB Anandadhara Recruitment 2024

Most Popular