Union Budget 2025: আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার, কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
যদিও শনিবার সাধারণত ছুটির দিন, তবুও বাজেট পেশের দিন হিসেবে কোনও পরিবর্তন করা হবে না বলে সংসদ ও সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, আগে বাজেট পেশ হত বিকেল ৫টায়। কিন্তু ১৯৯৯ সালে তা বদলে করা হয় সকাল ১১টায়। তবে সুনির্দিষ্ট দিন নির্ধারণের কোনও নিয়ম ছিল না।
২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার বাজেট পেশের নির্দিষ্ট দিন হিসেবে ১ ফেব্রুয়ারি ধার্য করেন। এ বছর সেই দিনটি শনিবার হওয়ায় প্রথমে আলোচনা হলেও শেষমেশ দিন বদল না করেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
Union Budget 2025
অর্থনৈতিক চাপ ও বাজেটের সম্ভাব্য নীতিগুলি
সরকারের কোষাগারে ক্রমবর্ধমান ঋণ এবং মুদ্রাস্ফীতির চাপ এই বাজেটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৫ সালের মার্চ নাগাদ সার্বিক ঋণের পরিমাণ ১৮১ লক্ষ কোটি টাকা হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:- আধার আপডেট তারিখ বাড়িয়ে দিল
তবে ২০২৪ সালের সেপ্টেম্বরেই ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ১৭৫ লক্ষ কোটিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মুদ্রার ক্রমশ অবমূল্যায়ন। বর্তমানে এক ডলার সমান ৮৬ টাকা, যা আমদানির খরচ বাড়িয়ে তুলছে।
এই প্রেক্ষাপটে বাজেটে অযাচিত খরচে লাগাম টানার পরিকল্পনা করছে অর্থ মন্ত্রক।
বাজেটে খরচে নিয়ন্ত্রণ
বিশ্বস্ত সূত্রের খবর, মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে এবং চালু প্রকল্পে ভর্তুকি ছাঁটাই করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। সম্ভাব্য পরিকল্পনায় একাধিক প্রকল্প একত্রিত করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে।
প্রায় সব মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে, বেশি বরাদ্দের প্রস্তাব না দিয়ে প্রয়োজনীয় এবং ফলপ্রসূ খরচের ওপর জোর দিতে। প্রধানমন্ত্রীর দপ্তরও এবার বাজেট বরাদ্দে গুণমানের দিকে বিশেষ নজর দিচ্ছে।
নির্বাচন ও সম্ভাব্য প্রভাব
চলতি বছরে বিহার এবং দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। দিল্লির ভোট অবশ্য বাজেট পেশের আগে হয়ে যাবে, তবে বিহারের ক্ষেত্রে বিশেষ কোনও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রামীণ এবং কৃষি ক্ষেত্রে নতুন কিছু প্রকল্পও আসতে পারে। বিশেষত, মহিলাদের উপকারে আসে এমন কোনও প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে বরাদ্দ অব্যাহত থাকবে।
সরকারের আর্থিক নীতিতে এ বছর কার্যকরী পরিবর্তন আসতে পারে। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে মেপে খরচ এবং ভর্তুকি ছাঁটাই বাজেটের মূলমন্ত্র হতে পারে।
তবে সঠিকভাবে পরিকল্পিত এবং প্রয়োজনীয় প্রকল্পের বাস্তবায়নই দেশের অর্থনীতিকে সুসংহত করতে পারে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় দেশজুড়ে নজর থাকবে নির্মলা সীতারামনের বাজেট ভাষণে।
কৃষক, মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু:-
2025- 26 অর্থবর্ষে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করবে সেই বাজেটে কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
এছাড়াও দেশের মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে তার অর্থ বরাদ্দ এইবারের বাজেটে ঘোষণা হতে পারে
Pmkisan টাকা বাড়ানো হবে:-
প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্প (Pm kisan Scheme) 2019 সাল থেকে ভারতবর্ষে চালু রয়েছে। প্রথম থেকে এখন পর্যন্ত এই প্রকল্পে অর্থ বরাদ্দ প্রতিবছর একই রয়েছে।
অর্থাৎ প্রতিবছর কৃষকদেরকে তিন কিস্তির মাধ্যমে বছরে ৬০০০ টাকা দেওয়া হয়। প্রতিবছর কৃষকরা এই প্রকল্পের টাকা বাড়ানোর দাবি কেন্দ্র সরকারের কাছে করে এসেছে ।
বর্তমান বছরেও বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্র সরকারের কাছে এই প্রকল্পের টাকা বাড়ানোর সুপারিশ দিয়েছে। সূএ মারফত খবর এইবারের বাজেটে pm kisan অর্থ বাড়ানোর ঘোষণা হতে পারে |
কৃষকদেরকে ৬০০০ বদলে ৮০০০ অথবা ৬০০০ বদলে ১২০০০ টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে |তবে সম্পূর্ণ বিষয়টা ১ লা ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই জানা যাবে। আমাদের নজর থাকবে ১ লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে
2024-2025 Union Budget Download: CLICK HERE
আরও পড়ুন:- টয়লেট বানাতে ১২০০০ টাকা দিচ্ছে মোদি, অনলাইনে আবেদন করুন |Toilet Online Apply Gramin
আরও পড়ুন:- ভারতে সিটিজেন কার্ড চালু হচ্ছে, কিভাবে আবেদন করবেন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |